বিজয় দিবস ক্রিকেটে বাশার-রাজ্জাকদের প্রতিপক্ষ আকরাম-পাইলটরা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-12-14T13:38:34+06:00
আপডেট হয়েছে - 2023-12-14T13:38:34+06:00
বরাবরের মতো এবারও বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। এবারও দুই দলে বিভক্ত হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা, যেখানে দল দুটির নামকরণ করা হয়েছে দুই শহীদ ক্রিকেটার জুয়েল ও মুশতাকের নামে।
আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচ।
শহীদ জুয়েল একাদশের হয়ে খেলবেন জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জিএস হাসান তামিম, ডলার মাহমুদ, এসকে রবিউল ইসলাম, ফাহিম মুন্তাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম ও রকিবুল হাসান।
এছাড়া শহীদ মুশতাক একাদশের হয়ে খেলবেন মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান, হাসানুজ্জামান ঝুরু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শাফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু ও মোহাম্মদ আলী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।