
বিদায়ী ম্যাচে রিয়াদকে বিশেষ সম্মাননা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-12T19:52:48+06:00
আপডেট হয়েছে - 2024-10-12T19:52:48+06:00
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে চলমান ভারত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার আগে দলের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে রিয়াদের হাতে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রিয়াদের হাতে ক্রেস্ট তুলে দেন শান্ত।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট
স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করছে বাংলাদেশ।
ম্যাচের আগে মাঠে পুরো দলের পক্ষ থেকে বিদায়ী ম্যাচ খেলতে নামা রিয়াদকে সম্মাননা স্মারক
হিসেবে একটি ক্রেস্ট তুলে দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার রিয়াদ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়কও। পরে ফর্ম হারিয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন রিয়াদ। এর আগে হারিয়েছিলেন অধিনায়কত্বও। তবে বিপিএলের সর্বশেষ আসরে দারুণ খেলে আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন রিয়াদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছিলেন। তবে বিশ্বকাপে ছন্নছাড়া পারফরম্যান্সের সাথে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার পাঁচ ডট বলের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন রিয়াদ। এরপর এই ভারত সিরিজ দিয়েই ইতি টানতে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের।
মাঠে রিয়াদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট
তুলে দিয়েছিলেন অধিনায়ক শান্ত। এছাড়া এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এসময় মাঠে নেমে আসেন। হাত মিলিয়েছেন
রিয়াদের সাথে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।