বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে কোহলি ও বুমরাহ : জয়াবর্ধনে
সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় নিয়েছে শক্তিশালী ভারত। দলের এরকম পারফরম্যান্সের কারণে বেশ সমালোচনা সহ্য করতে হচ্ছে দেশটির কোচ, ক্রিকেটারদের। তবে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের মতে, আগামী বিশ্বকাপে ভালো করতে পারবে ভারত।

বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে কোহলি ও বুমরাহ : জয়াবর্ধনে
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-17T23:53:06+06:00
আপডেট হয়েছে - 2022-09-17T23:53:06+06:00
খেলার সারসংক্ষেপ
সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় নিয়েছে শক্তিশালী ভারত। দলের এরকম পারফরম্যান্সের কারণে বেশ সমালোচনা সহ্য করতে হচ্ছে দেশটির কোচ, ক্রিকেটারদের। তবে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের মতে, আগামী বিশ্বকাপে ভালো করতে পারবে ভারত।
কোহলি-ও-বুমরাহ। ছবিঃ গেটি ইমেজস
এশিয়া কাপে নিজের বহু আরাধ্য সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। প্রায় ৩ বছর অপেক্ষার পর নিজের ৭১তম শতকের দেখা পেলেন তিনি। তবে চোটের কারণে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন বোলিংয়ের বড় ভরসা জসপ্রিত বুমরাহ। টুর্নামেন্টজুড়ে ভারতের বোলিংয়ে বুমরাহর অভাব স্পষ্ট ছিল। জয়াবর্ধনের মতে, আসন্ন বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এই দুজন-কোহলি এবং বুমরাহ।
দ্য আইসিসি রিভিউতে কোহলিকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন মাহেলা, ‘সে ভালো ফর্মেই ছিল। কেবল বড় রান (সেঞ্চুরি) পাচ্ছিল না নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, যা অবশ্যই ঘটবে।’
মাহেলা আরও জানান, ‘গত এক বছরে তার (কোহলি) কিছু চোটসমস্যা ছিল। যার ফলে ভারত তাকে বিশ্রামও দিয়েছে। ক্রমাগত রান না পেলে বিষয়টা একটু কঠিনই হয়ে যায়।’
কোহলি সম্পর্কে মাহেলা আরও বলেন, ‘এশিয়া কাপে সে ভালো ব্যাট করেছে, নিজের সক্ষমতা প্রমাণ করেছে। ভারতের সামনের দিনগুলোর জন্য এটা অবশ্যই ভালো দিক। বিরাটের মত আত্মবিশ্বাসী কেউ দলে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষের জন্যও দুশ্চিন্তার কারণ অবশ্যই।’
মাহেলা জয়াবর্ধনে। ছবিঃ গেটি ইমেজস
মাহেলার মতে, ‘তাকে (কোহলিকে) এভাবে ব্যাট করতে দেখাটা সত্যিই দারুণ। একটি বিশ্বকাপে ভালো সব ক্রিকেটারকে আমরা সেরা ফর্মেই দেখতে চাই। সেই পর্যায়ে সবাই সবার মুখোমুখি হয়। অস্ট্রেলিয়াতে দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে যাচ্ছে।’
এছাড়া চোট কাটিয়ে বুমরাহর দলে ফেরা ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই ধারণা মাহেলার। এশিয়া কাপেও তাকে ভারত মিস করেছে বলে মনে করেন মাহেলা, ‘অবশ্যই জসপ্রিতের (বুমরাহ) না থাকাটাও একটি বড় কারণ (এশিয়া কাপের ব্যর্থতার)। সে দলের হয়ে নতুন বল কিংবা ডেথ ওভার – সব জায়গাতেই ভালো করতে পারে। যেহেতু সে ফিরছে অস্ট্রেলিয়াতে সে দলের চাহিদা পূরণ করতে পারেব।’
জসপ্রিত বুমরাহ। ছবিঃ গেটি ইমেজস
বিশ্বকাপের জন্যও ভারতকে বড় দাবিদার বলেই মানছেন মাহেলা, ‘বিশ্বকাপ মোমেন্টামের বিষয়। বিশ্বকাপ সঠিক সময়ে সেরা ক্রিকেটটা খেলার বিষয়। যতক্ষণ পর্যন্ত নিজেদের খেলাটা সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় (ততই বিশ্বকাপে ভালো করা যাবে), আমি মনে করি ভারতের সেরকম মানসম্পন্ন ক্রিকেটার আছে।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।