বৃষ্টির দিনে ব্যাটিংয়ে নেমে খেই হারাল ইংল্যান্ড
অ্যাশেজের বারুদে ঠাসা লড়াইয়ে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি।

বৃষ্টির দিনে ব্যাটিংয়ে নেমে খেই হারাল ইংল্যান্ড
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-06-18T23:27:31+06:00
আপডেট হয়েছে - 2023-06-18T23:27:31+06:00
England vs Australia
Edgbaston

England
393/8d (78) 273/10 (66.2)

Australia
386/10 (116.1) 282/8 (92.3)
Australia won by 2 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Usman Khawaja (Australia) |
অ্যাশেজের জমজমাট লড়াইটাতে এসে বাগড়া দিল বেরসিক বৃষ্টি। ম্যাচের তৃতীয় দিনের বেশিরভাগ অংশই ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। এর আগে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কিছুটা চাপে পড়ে গেছে ইংল্যান্ড।
১৫০ করার সুযোগ হাতছাড়া করেছেন খাজা। ছবিঃ গেটি ইমেজস
৫ উইকেটে ৩১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ক্রিজে জমে যাওয়া দুই ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং উসমান খাজা এগোচ্ছিলেন স্বাচ্ছন্দ্যে। ফিফটি হাঁকানো ক্যারি অবশ্য খুব বেশি দূর এগোতে পারেননি। দলের ৩৩৮ রানের মাথায় ৯৯ বলে ৬৬ রানের ইনিংস খেলে আউট হন ক্যারি।
খাজা অবশ্য ছুটছিলেন। সম্ভাবনা জেগেছিল দেড়শ ছোঁয়ারও। তবে আশা জাগিয়েও হতাশ করে দেড়শ রানের আগেই থেমেছেন খাজা। ৩২১ বলে ১৪১ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের ৩৭২ রানের মাথায় সাজঘরে ফিরে যান খাজা। শেষ দিকে খাজাকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন প্যাট কামিন্স। তবে খাজার আউটের পরই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে অজিদের ইনিংস। লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েও লিড নিতে ব্যর্থ হয়েছে তারা। ১৪ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে ৩৮৬ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ৭ রানের লিড পায় ইংল্যান্ড। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কামিন্স।
ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড এবং ওলি রবিনসন। এছাড়া ২ উইকেট নেন মঈন আলী। ১টি করে উইকেট তোলেন জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকস।
অল্প রানেই ইংল্যান্ডের ২ উইকেট তুলে নিয়েছে অজিরা। ছবিঃ গেটি ইমেজস
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। নিজেদের স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংটা করতে পারেননি দুই ওপেনার জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট। উদ্বোধনী জুটিতে রান আসে ২৭। ২৮ বলে ১৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ডাকেট। পরের ওভারে আউট হন ক্রাউলিও। ২৫ বলে ৭ রান করেন তিনি। ইংল্যান্ড ১০.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৮ রান তোলার পরেই নামে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি আর থামেনি, খেলাও আর মাঠে গড়ায়নি। দিনের খেলা শেষে অজিদের চেয়ে ৩৫ রানে এগিয়ে আছে ইংলিশরা।
অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।