বেয়ারস্টোর অনবদ্য সেঞ্চুরিতে পাঞ্জাবের রেকর্ডগড়া জয়
রানবন্যার ম্যাচে বেয়ারস্টোর সেঞ্চুরিতে জিতেছে পাঞ্জাব।

বেয়ারস্টোর অনবদ্য সেঞ্চুরিতে পাঞ্জাবের রেকর্ডগড়া জয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-26T23:54:58+06:00
আপডেট হয়েছে - 2024-04-27T00:03:13+06:00
Kolkata Knight Riders vs Punjab Kings
Eden Gardens

Kolkata Knight Riders
261/6 (20)

Punjab Kings
262/2 (18.4)
Punjab Kings won by 8 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Jonny Bairstow (England) |
ওয়াট এ ম্যাচ! হ্যাঁ খেলা দেখে থাকলে সবার আগে এই কথাটাই বের হবে আপনার মুখ দিয়ে। আইপিএলে দিনের একমাত্র ম্যাচটা হয়েছে সেরকমই। রান উৎসবের ম্যাচে রান তাড়ার রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে দারুণ এক জয়ের দেখা পেয়েছে পাঞ্জাব কিংস। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে পাঞ্জাবকে জিতিয়েছেন বেয়ারস্টো।
কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে আগে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাঞ্জাব কিংস। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন কলকাতার দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারাইন। দুজনের মারমুখি ব্যাটিংয়ে চড়ে রকেটের গতিতে এগোতে থাকে কলকাতার ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তুলে ফেলে কলকাতা নাইট রাইডার্স।
পাওয়ারপ্লে শেষেও চলেছে দুজনের তাণ্ডব। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন দুজনই। দলও পার করে ফেলে ১০০ রানের কোটা। সেঞ্চুরির সম্ভাবনা উঁকিঝুঁকি মারা শুরু করলেও দুজনই থেমেছেন সেঞ্চুরির আগে। ৩২ বলে ৭১ রানের ইনিংস খেলে আউট হন নারাইন, ১৩৮ রানের মাথায় ভেঙেছে নারাইন এবং সল্টের দারুণ জুটিটা।
সল্টও মিস করেছেন সেঞ্চুরি। দলের ১৬৩ রানের মাথায় আউট হওয়ার আগে ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন সল্ট। কলকাতার বাকি ব্যাটাররাও এদিন ছিলেন মারমুখি মেজাজে। তিনে নেমে ভেঙ্কাটেশ আইয়ার খেলেন ২৩ বলে ৩৯ রানের ইনিংস। আন্দ্রে রাসেল ১২ বলে করেন ২৪ রান। রাসেলের বিদায়ের সময়ই ২০০ পার করে ফেলে কলকাতা। শেষ দিকে দলের রানটাকে আরও বাড়িয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে ১০ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন আইয়ার। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৬১ রানের বিশাল পুঁজি দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স।
নারাইন-সল্টের তাণ্ডবে বড় পুঁজি তোলে কলকাতা।
পাঞ্জাব কিংসের হয়ে ২ উইকেট শিকার করেন আরশদীপ সিং। এছাড়া ১টি করে উইকেট নেন স্যাম কারান, রাহুল চাহার এবং হার্শাল প্যাটেল।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের ব্যাটিং বীরত্ব দেখিয়েছে পাঞ্জাবও। দুই ওপেনার প্রভসিমরন সিং এবং জনি বেয়ারস্টো শুরু থেকেই ব্যাট চালিয়েছেন চরম আক্রমণাত্মক মেজাজে। দুজনের মারকাটারী ব্যাটিংয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকে পাঞ্জাব। কলকাতার বোলারদের পিটিয়ে তক্তা বানাচ্ছিলেন প্রভসিমরন এবং বেয়ারস্টো। পাওয়ারপ্লের একদম শেষ বলে ২০ বলে ৫৪ রান করে আউট হন প্রভসিমরন। দলের রান তখন ৯৩।
কলকাতার সব বোলাররা সল্টের হাতে মার খেলেও একমাত্র ব্যতিক্রম নারাইন।
এরপর তিনে নামা রাইলি রুশোকে সাথে নিয়ে এগোতে থাকেন বেয়ারস্টো। যদিও রাইলি রুশোকে খুব কমই দেখা গেছে স্ট্রাইকে। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে এগোতে থাকেন বেয়ারস্টো। ফিফটি ছুঁয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। কলকাতার বোলারদের নাকের পানি আর চোখের পানি এক করে তাদের পিটিয়ে তুলোধুনো করেছেন বেয়ারস্টো। বোলারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন শুধু নারাইন। রানবৃষ্টির ম্যাচে নারাইনের ৪ ওভার থেকে এসেছে মাত্র ২৪ রান, উইকেটও তুলেছেন ১টি। পুরো ম্যাচ মিলিয়েই সবচেয়ে কিপটে বোলিং।
বেয়ারস্টোকে থামানোই যাচ্ছিল না। কলকাতাকে মারকুটে ব্যাটিংয়ের পাঠ দিয়ে ৪৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন পাঞ্জাবের ওপেনার। মাঝে দলের ১৭৮ রানের মাথায় ১৬ বলে ২৬ রান করে আউট হন রুশো। চারে নেমে শশাঙ্ক সিং যোগ দেন রান উৎসবে। বেয়ারস্টোর মত চার-ছক্কার বৃষ্টি নামিয়ে দলকে জয়ের কাছে নিতে থাকেন তিনিও।
চাপের মুখে দারুণ সেঞ্চুরিতে পাঞ্জাবকে জিতিয়েছেন বেয়ারস্ট।
শেষ ৩ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ৩৪ রান। শেষ দিকে রানের গতি বাড়িয়ে দিয়ে লক্ষ্যের দিকে ছুটছিল পাঞ্জাব। বেয়ারস্টো-শশাঙ্কের যুগলবন্দীতে ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। শশাঙ্ক অপরাজিত ছিলেন ২৮ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে। অন্যদিকে বেয়ারস্টো টিকে ছিলেন ৪৮ বলে ১০৮ রান করে।
কলকাতার হয়ে ১ উইকেট নেন সুনীল নারাইন।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড এটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।