
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-08-18T11:17:59+06:00
আপডেট হয়েছে - 2024-08-18T11:17:59+06:00
চলতি বছর অস্ট্রেলিয়া সফর করবে ভারত। দুইদলের এই সিরিজ বোর্ডার-গাভাস্কার ট্রফি নামেই বেশি পরিচিত। অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুই সফরে ভারতের কাছে হেরেছিল স্বাগতিকরা। তবে এবার এই সিরিজ জিততে মুখিয়ে কামিন্স। ঘুচাতে চান দশ বছরের অপেক্ষা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
প্যাট কামিন্স
২০১৪-১৫ মৌসুমের পর থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। স্বাভাবিক সময় চার ম্যাচের সিরিজ হলেও এবারের সিরিজটি পাঁচ ম্যাচের। অজিদের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী কামিন্স।
ভারতের বিপক্ষে সিরিজ জিততে মুখিয়ে আছেন কামিন্স। ফক্স ক্রিকেটকে কামিন্স বলেন, " এই ট্রফি(বোর্ডার-গাভাস্কার) আমি আগে কখনো জিতিনি... আমাদের দলের অনেকেই এটা উঁচিয়ে ধরেনি। টেস্ট দল হিসেবে আমরা গত কয়েক বছরে অসাধারণ অর্জন করেছি। ঘরের মাঠের সিরিজে আপনি জয়ের ব্যাপারে আশাবাদী থাকবেন। আমাদের সামনে গ্রীষ্মের মৌসুম রয়েছে। আমি মনে করি, আপনাকে চেষ্টা করতে হবে এবং দল হিসেবে ভালো করতে হবে৷"
ভারতের কাছে কয়েকবার বোর্ডার-গাভাস্কার ট্রফি হেরেছে অস্ট্রেলিয়া। তবে ২০২৩ সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের প্রশংসা করলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী কামিন্স।
" তারা খুবই ভালো দল। আমরা তাদের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলি, তাদেরকে ভালো চিনিও। আমাদের মনে হয় আমরা ভালো অবস্থায় আছি।"
ব্যক্তিগতভাবেও প্রস্তুতির কমতি রাখছেন না কামিন্স। এই সিরিজের জন্য নিজেকে প্রস্তত করতে আট সপ্তাহের বিরতি নিয়েছেন এই তারকা। আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।