
বড় জয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল ক্যান্ডি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-07-15T19:49:13+06:00
আপডেট হয়েছে - 2024-07-15T19:49:13+06:00
Kandy Falcons vs Dambulla Sixers
R.Premadasa Stadium, Khettarama

Kandy Falcons
222/4 (20)

Dambulla Sixers
168/9 (20)
Kandy Falcons won by 54 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Wanindu Hasaranga (Sri Lanka) |
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দিনের প্রথম ম্যাচে ডাম্বুলা সিক্সার্সকে ৫৪ রানে হারিয়েছে ক্যান্ডি ফ্যালকনস। এই ম্যাচে ক্যান্ডির একাদশে ছিলেন না শরিফুল ইসলাম। এছাড়া ডাম্বুলার একাদশেও ছিলেন না তাওহিদ হৃদয় বা মুস্তাফিজুর রহমান। তবে জয় তুলে নিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে ক্যান্ডি ফ্যালকনস। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বড় পুঁজি দাঁড় করায় ক্যান্ডি।
ম্যাচে টসে জিতে আগে ক্যান্ডি ফ্যালকনসকে ব্যাটিংয়ে পাঠায় ডাম্বুলা সিক্সার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ক্যান্ডি। ওপেনার দীনেশ চান্দিমাল সাজঘরে ফিরেছেন দলীয় ১৯ রানের মাথায়। ১৪ বলে ১২ রান করেন চান্দিমাল।
চান্দিমালের বিদায়ের পর মোহাম্মদ হারিসকে সাথে নিয়ে এগোতে থাকেন আন্দ্রে ফ্লেচার। হারিস ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলে দলের ৬০ রানের মাথায় সাজঘরে ফিরে যান হারিস। তবে ফ্লেচারের তাণ্ডব চলছিলই। মাঝে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন।
ফিফটি হাঁকিয়ে ফ্লেচার থেমেছেন ৩৪ বলে ৬০ রান করে। দলের রান তখন ১২৭। বাকি সময়টায় টর্নেডোর গতিতে রান তুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কামিন্দু মেন্ডিস। দুজনের চরম আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে শেষ দিকে যেন সুপারসনিক প্লেনে চড়ে এগিয়েছে ক্যান্ডি। দুজনে পিটিয়ে কচুকাটা করেছেন ডাম্বুলার বোলারদের। দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন কামিন্দু। ম্যাথিউস ফিফটি ছুঁতে না পারলেও খেলেছেন ২৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস। অন্যদিকে ফিফটি হাঁকানো কামিন্দু ২৪ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২২২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি ফ্যালকনস।
ডাম্বুলার হয়ে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন দুশান হেমন্থ। এছাড়া ১ উইকেট নেন সোনাল দিনুশা।
জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার রেজা হেনড্রিক্সের উইকেট হারিয়ে ফেলে ডাম্বুলা। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তবে আরেক ওপেনার কুশল পেরেরা এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছিলেন। হেনড্রিক্সের বিদায়ের পরের ওভারেই ফিরেছেন ইবরাহিম জাদরান। ৩ বলে ২ রান করেন ইবরাহিম।
চারে নামা লাহিরু উদানা ৫ বলে ৩ রান করে আউট হন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ডাম্বুলা। তবে আরেক প্রান্তে যতই ধস নামুক পেরেরাকে টলানো যাচ্ছিল না। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। নিজেও নিমিষেই ছুঁয়ে ফেলেন ফিফটি।
পেরেরা ব্যাটে চড়েই ম্যাচে টিকে ছিল ডাম্বুলা। মাঝে ১৯ বলে ২৪ রান করে আউট হন মার্ক চ্যাপম্যান। পেরেরা ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর টানতে পারেননি তিনি। ৪০ বলে ৭৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের ১২৫ রানের মাথায় আউট হন কুশল পেরেরা।
পেরেরার আউটে প্রায় নিশ্চিত হয়ে যায় ডাম্বুলার হার। এরপর ধুঁকেছেন ডাম্বুলার ব্যাটাররা। মাঝে সোনাল দিনুশা ১৬ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষ দিকে চামিকা বিক্রমাসিংহে এবং দুশান হেমন্থ চেষ্টা চালিয়ে দলের হারের ব্যবধানটা কমিয়ে এনেছেন। ১৩ বলে ১৮ রান করেন বিক্রমাসিংহে। অন্যদিকে ১০ বলে ১৭ রান করেছেন হেমন্থ। শেষমেশ ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রানের মাথায় থামে ডাম্বুলা। ৫৪ রানের জয় পায় ডাম্বুলা।
ক্যান্ডির হয়ে ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩ উইকেট শিকার করেন দাসুন শানাকা।
এই জয়ের ফলে ৩ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ৪র্থ স্থানে উঠেছে ক্যান্ডি। ডাম্বুলা নেমে গেছে ৫ম স্থানে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।