ভারত-বাংলাদেশ টেস্টের জন্য ডিমেরিট পয়েন্ট পেল কানপুর

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-08T02:50:11+06:00
আপডেট হয়েছে - 2024-11-08T02:50:11+06:00
বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিন হয়েছিল মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় ও তৃতীয় দিন কোনো বলের খেলাই গড়ায়নি কানপুরে। এমনকি তৃতীয় দিন খেলার জন্য নির্ধারিত সময়ে কোনো বৃষ্টি না হওয়ার পরেও খেলা শুরু সম্ভব হয়নি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এমন আউটফিল্ডকে 'অসন্তোষজনক' রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
"অসন্তোষজনক" রেটিং পাওয়ার কারণে এ স্টেডিয়াম পেয়েছে এক ডিমেরিট পয়েন্ট। তবে এ টেস্টের পিচ নিয়ে সন্তুষ্ট আইসিসি এছাড়া চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের পিচ পেয়েছে সর্বোচ্চ রেটিং। বৃহস্পতিবার ভারতের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া টেস্টগুলোর রেটিং প্রকাশ করেছে আইসিসি।
এ স্টেডিয়ামের জায়গার মালিক ভারতের সরকার হলেও স্টেডিয়াম দেখভালের দায়িত্ব উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ)।
ভেন্যুর আউটফিল্ড বা পিচকে চার ধরণের রেটিং দিয়ে থাকে আইসিসি। খুব ভাল, সন্তোষজনক, অসন্তোষজনক ও আনফিট- এ চার রেটিং দিয়ে থাকে আইসিসি। আনফিট রেটিং পেলে তিন ডিমেরিট পয়েন্ট পায় ভেন্যুটি। অসন্তোষজনক হলে ভেন্যুকে দেওয়া হয় এক ডিমেরিট পয়েন্ট। পাঁচ বছরের মাঝে পাঁচ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হবে ভেন্যুটি।
২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হয়েছিল ভারত ও বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় দিনের খেলা। এরপর ফের খেলা হয়েছিল চতুর্থ দিন। মাত্র ১৭৩.২ ওভার খেলেই এ টেস্ট ৭ উইকেট জিতে নিয়েছিল ভারত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।