মরগানের চোখে সবচেয়ে বাজে পারফরম্যান্স ইংল্যান্ড দলের
বিশ্বকাপে বাজে সময় কাটছে ইংলিশদের।

বিশ্বকাপে ধুঁকছে ইংলিশরা
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-10-30T00:25:23+06:00
আপডেট হয়েছে - 2023-10-30T00:25:23+06:00
বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে ইংলিশরা। ফলে সেমির দৌড় থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আছে পয়েন্ট তালিকার তলানিতে। অবস্থা দেখে বোঝা কঠিন ইংল্যান্ডই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন! ইংল্যান্ডের এমন বেহাল দশায় চুপ থাকতে পারেননি মরগান। তার মতে খেলাধুলা ইতিহাসে এই ইংল্যান্ডের মতো বাজে পারফর্ম করা দল আর দেখেননি তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। হেরেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে ১৩ ওভারেরও বেশি বাকি থাকতে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ইংল্যান্ডের একমাত্র জয় পুরো টুর্নামেন্টে।
এরপর বিশ্বচ্যাম্পিয়নরা হেরে বসে আফগানিস্তানের কাছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তো দূরে থাক লড়াই করতে পারেনি জস বাটলারের দল। ৪০০ রানের টার্গেটে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এরপর ব্যর্থ শ্রীলঙ্কার বিপক্ষেও। ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বরণ করেন বাটলার,মালান, রুটরা। সর্বশেষ ভারতের বিপক্ষেও ২৩০ রান তাড়ায় ব্যর্থ ইংল্যান্ড
ম্যাচ হেরেছে ১০০ রানে।
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান বলছেন, ইংল্যান্ড দলের ভিতর কাজ করছে অস্থিরতা।
তার মতে, "(দলের মধ্যে) ভিন্ন কিছু চলছে। অবশ্যই কিছু না কিছু আছে। আমি কখনো কোন খেলায় এমন দল দেখিনি যারা ইংল্যান্ডের মতো বাজে পারফর্ম করছে। বিশেষ করে তাদের উপর যেমন প্রত্যাশা ছিল।"
"দলের মধ্যে নিশ্চিতভাবে কোন অস্থিরতা কাজ করছে। তারা যে কৌশল ব্যবহার করতে চাচ্ছে এবং যেভাবে ম্যাচগুলো হেরেছে, এটি অবশ্যই ড্রেসিংরুমে ভিতর মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার জায়গা রাখে। স্মরণকালের সবচেয়ে বাজে অবস্থায়ই থাকার কথা এটি।"
২০১৫ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর মরগানের নেতৃত্বে বদলে যায় ইংল্যান্ড। আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মন্ত্রে ২০১৯ সালে ওয়ানডে, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে তারা। চলতি আসর শুরুর আগেও কাগজে-কলমে শিরোপার দাবিদার ছিল দলটি।
কিন্তু মাঠের পারফরম্যান্সে পড়েনি এর প্রতিফলন। গত ৭-৮ বছরে যেভাবে খেলে সাফল্য মিলেছে, সেই পথ অনুসরণের পরামর্শই দিলেন মরগান, "আপনি যদি এই দলের শক্তির গভীরতা দেখেন, বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে কাগজে-কলমে অন্যান্য যে কোনো দলের মতোই শক্তিশালী ইংল্যান্ড। কিন্তু তারা এখনও তেমন কিছু করতে পারেনি।"
“তারা দল নির্বাচনের ক্ষেত্রে ভুল করেছে। টুর্নামেন্ট জেতার কথা বাদ, একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল করার ক্ষেত্রেও তাদের ভুগতে হয়েছে। এটি জস (বাটলার) ও তার দলের জন্য অবিশ্বাস্যরকমের চ্যালেঞ্জিং। দীর্ঘ দিন ধরে যে পদ্ধতিতে তারা দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে, সেটি ব্যবহার করে আত্মবিশ্বাস ফিরে পেতে হবে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।