মরগানের সমালোচনার জবাব দিলেন ইংলিশ কোচ
ইংল্যান্ডের কোচ ম্যাথু মট জবাব দিয়েছেন ইয়ন মরগানের সমালোচনার।

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-10-30T15:01:34+06:00
আপডেট হয়েছে - 2023-10-30T15:04:09+06:00
বিশ্বকাপে ইংল্যান্ড দলের অবস্থা খুবই নাজুক। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়নরা। গত আসরের অধিনায়ক ইয়ন মরগান তাই মন্তব্য করেছিলেন যে দলের মধ্য হয়ত কিছু চলছে। মরগানের সেই সংশয়ের জবাব দিয়েছেন কোচ ম্যাথু মট।
ম্যাথু মট
২০১৫ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু চলমান বিশ্বকাপের মতো ভরাডুবি সেবার হয়নি ইংলিশদের। ২০১৫ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ২০১৯ বিশ্বকাপ শিরোপা জয় করেছিল ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০২৩ বিশ্বকাপেও তারা দুর্দান্ত কিছু করবে এমনই আশা ছিল সবার।
২০১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক যখন দেখেন চার বছরের ব্যবধানে আরেকটি বিশ্বকাপে দলের এই নাজুক অবস্থা, তখন তার জন্য তা মানা কষ্টকরই। চলমান বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে থাকা ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক তাই বলেছিলেন যে ইংল্যান্ড দলের ভেতর হয়ত কিছু চলছে। তার মতে, খেলাধুলার ইতিহাসে এই ইংল্যান্ডের দলের পারফরম্যান্সই সবচেয়ে বাজে।
মরগানের এই মন্তব্য ভালোভাবে নেননি ইংলিশ কোচ ম্যাথু মট। তিনি বলেন, মরগান অনেক দিন ধরে ইংল্যান্ডের দলের আশেপাশে নেই তাই তিনি এমন মন্তব্য করেছেন। যদি মরগান ইংল্যান্ড দলের আবহাওয়ার দেখে যান তাহলে তিনি এমন করা বলতে পারতেন না।
মট বলেন, "নিজের মতামত জানানোর অধিকার ইয়নের আছে। তিনি তার সন্তানের জন্মের জন্য কয়েক সপ্তাহের জন্য ক্রিকেট থেকে দূরে ছিলেন। তিনি আমাদের দলের ড্রেসিংরুমে বা দলের আশেপাশে যাননি।"
মরগানের সাথে এই বিষয়ে কথাও বলবেন বলে জানান মট, "তবে আমি অবশ্যই তার কাছে এটি নিয়ে যাব এবং তার সাথে কথা বলব। তার সাথে আমাদের সত্যিই ভালো সম্পর্ক আছে। সুতরাং, যদি সে এমন কিছু দেখে যা আমি নই, আমি অবশ্যই সেই কথোপকথন করব।"
মট আরো দাবি করেন যে কিছু দিন আগেই ইংল্যান্ড দলের সাথে সাক্ষাৎ করেছিলেন রাগবি খেলোয়াড় ডেভ হামফ্রিস, যিনি ইংল্যান্ড দলের খেলোয়াড়দের ঘনিষ্ঠতা দেখে অবাক হয়েছেন।
মট বলেন, "আমি মনে করি এই মুহুর্তে আমাদের দলেএ ভিতরে থাকা যে কেউ বলবে যে আমাদের ফলাফল সত্ত্বেও, আমরা একটি অবিশ্বাস্যভাবে ঘনিষ্ঠ একটি ইউনিট। এই পর্যায়ে যেখানে ডেভ হামফ্রিস, যিনি একজন প্রাক্তন রাগবি আন্তর্জাতিক খেলোয়াড়, অবাক হয়ে গিয়েছিলেন যখন ইউনিটটি কতটা ঘনিষ্ঠ ছিল।"
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।