মাশরাফির এক শতাংশ মালিকানাও নেই : সিলেট স্ট্রাইকার্স

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-01T11:40:42+06:00
আপডেট হয়েছে - 2024-10-01T11:57:39+06:00
মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে সাবেক ফ্র্যাঞ্চাইজি মালিকের মামলার পর এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে দাবি করেছে, সিলেটের এক শতাংশ মালিকানাও মাশরাফির নেই। উল্টো বাদী সারোয়ার চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।
সারোয়ার এজাহারে দাবি করেছিলেন, মাশরাফি জোরপূর্বক সিলেট স্ট্রাইকার্সের সাড়ে চার কোটি টাকার শেয়ার নিজের দখলে রেখেছেন। অথচ পরিশোধ করেননি কোনো অর্থ। সে দাবি উড়িয়ে দিয়ে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, 'সিলেট স্ট্রাইকার্সের এক শতাংশের মালিকানাও মাশরাফির কখনো ছিল না। এখনও নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে, সেখানেও মাশরাফির নাম নেই।'
২০২৩ সালে প্রথম আসলে রানার-আপ হওয়ার পর দ্বিতীয় আসরে আশানুরূপ ছিল না সিলেটের পারফরম্যান্স। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, 'শুরুতে সিলেট স্ট্রাইকার্সের ৬০ শতাংশের মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহ-স্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করছিলেন। কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালনা খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযাগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ তিনি নেননি।'
সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটা জানা বলে দাবি করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।
বিবৃতিতে দাবি করা হয়, 'শেষপর্যন্ত পাওনা টাকা পরিশোধ করতে না পেরে গত বছরের আগস্টে সারোয়ার চৌধুরী নিজেই অন্যান্য স্বত্বাধিকারীর ওপর মালিকানা ছেড়ে সরে দাঁড়ান। পুরনো দেনা শোধ করতে যে হিমশিম খেতে হয়েছে তাতে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো টাকা ছিল না বলে দাবি করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, সীমিত বাজেটের মধ্যেই কোনোরকমে আমরা দল গড়ে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন।'
আইনি ব্যাপার আইনগতভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়ে সিলেট স্ট্রাইকার্স বলেছে, 'ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা চলছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত-সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।