মিথ্যা সংবাদ প্রচারে মুখ খুললেন আফ্রিদি, সাংবাদিকদের দিলেন পরামর্শ
তার পরামর্শে শাহীন আফ্রিদিকে অধিনায়ক করা এমন ঘটনা নিয়ে সরব হয়েছেন আফ্রিদি

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-04-07T21:33:47+06:00
আপডেট হয়েছে - 2024-04-07T21:39:33+06:00
পাকিস্তানের ক্রিকেটে চলছে পরিবর্তনের ধারা। পিসিবির নতুন কমিটি গঠনের পর পরিবর্তন হয়েছে অধিনায়কত্বেও। তবে অধিনায়ক পরিবর্তনের কয়েকদিন হয়ে গেলেও এখনো চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে সংবাদ প্রচারে সাংবাদিকদের আরো সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন শহীদ আফ্রিদি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত হয়েছে সাবেক চেয়ারম্যান জাকা আশরাফের সাক্ষাৎকার। যেখানে বাবরের নেতৃত্ব ছাড়া, শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা এবং তাকে সরানো নিয়ে কথা বলেন তিনি। সেখানে প্রচার করা হয় রিজওয়ানকে অধিনায়ক করা নিয়ে শহীদ আফ্রিদি কোন পরামর্শ দেননি সাবেক পিসিবি চেয়ারম্যানকে। আরও বলা হয় আফ্রিদির পরামর্শেই শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির দায়িত্ব দিয়েছিল পিসিবি।
এসব সংবাদ প্রচারের পর সরব হয়েছেন আফ্রিদি। পরামর্শ দিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেন, “ সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলোর এমন সংবাদ প্রচারের আগে সেগুলো যাচাই করার দায়িত্ব রয়েছে। অনুগ্রহ করে আরো ভালো করার চেষ্টা করুন।”
খেলা ছাড়লেও পাকিস্তানের ক্রিকেট নিয়ে সবসময়ই সরব শহীদ আফ্রিদি। এর আগে শাহীন শাহ আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরানো নিয়েও কথা বলেছিলেন তিনি। শাহীনকে সময় দেওয়ার পক্ষে মত ছিল তার। শাহীনকে সরানোর পর রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার কথা বলেন আফ্রিদি। বাবরকে পুনরায় অধিনায়ক করা নিয়েও প্রকাশ করেন বিস্ময়।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।