মিরাজকেই 'গেম চেঞ্জার' মানছে বাংলাদেশ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-12-08T18:28:29+06:00
আপডেট হয়েছে - 2023-12-08T18:28:29+06:00
রিভিউ নেওয়ার ক্ষেত্রে এখনও ততটা দক্ষ হয়ে উঠেননি মেহেদী হাসান মিরাজ। দলের অন্যতম আস্থার জায়গা তিনি, তাই তার অনুরোধে অধিনায়করাও প্রায়শই নিয়ে থাকেন ডিআরএসের আশ্রয়। তবে তাতে অনেক সময় হয় বুমেরাং। ফলাফল তো পক্ষে আসেই না, হারাতে হয় রিভিউ।
মিরাজকেই-গেম-চেঞ্জার-মানছে-বাংলাদেশ
শুক্রবারও (৮ ডিসেম্বর) হলো তার পুনরাবৃত্তি। তবে তার খানিক পরই ক্ষতিটা পুষিয়ে দিলেন মিরাজ। দুর্দান্ত দুই ক্যাচে সাজঘরে ফেরান ড্যারিল মিচেল ও টিম সাউদিকে। আবার বল হাতে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেও রেখেছেন কার্যকরী ভূমিকা।
স্পিনার নাঈম হাসান মনে করেন, মিচেলকে সাজঘরে ফেরাতে ভূমিকা রাখা মিরাজের ক্যাচই ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, বড় হতে দেয়নি কিউইদের লিড। তিনি বলেন, 'ওরা অনেক সুন্দর ব্যাটিং করছিল, মিরাজ ভাইয়ের ক্যাচটা অনেক ভালো হয়েছে। ঐ ক্যাচ গেম বদলে দিয়েছে। পরের ওভারে স্যান্টনারও আউট হয়ে গেল। ক্যাচটা গেমের ভালো চেঞ্জিং মোমেন্ট।'
শরিফুল ইসলামের সাথে নাঈম ৩য় দিন কিউইদের আটকে রাখতে পালন করেছেন বড় ভূমিকা। দুজনই শিকার করেছেন দুটি করে উইকেট। দলের প্রয়োজন অনুযায়ী কখনও রান আটকানো, আবার কখনও উইকেট শিকারের দায়িত্ব পালন করতে হয় বোলারদের, জানালেন নাঈম।
'ম্যাচ পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক বোলারেরই কোনো না কোনো দায়িত্ব আছে। কখনও রান আটকে রাখতে হয়, কখনও উইকেটের জন্য বল করতে হয়। বোলার যখন বল করতে আসবে সে তার দায়িত্ব জানবে। আজ উইকেট বের করে দিল। ওর দায়িত্ব তো শুধু রান আটকানো না। ওর দায়িত্ব ও ভালোভাবে পালন করেছে, পার্টনারশিপ ভেঙেছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।