মুম্বাই ইন্ডিয়ান্সের বড় দায়িত্বে নিয়োগ পেলেন জয়াবর্ধনে ও জহির
আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ফ্র্যাঞ্চাইজিটির গ্লোবাল হেড অফ পারফরম্যান্স হিসেবে নিয়োগ পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। অন্যদিকে জহির খানকে গ্লোবাল হেড অফ ক্রিকেট ডেভোলপমেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মুম্বাই ইন্ডিয়ান্সের বড় দায়িত্বে নিয়োগ পেলেন জয়াবর্ধনে ও জহির
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-14T17:38:06+06:00
আপডেট হয়েছে - 2022-09-14T17:38:06+06:00
খেলার সারসংক্ষেপ
আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ফ্র্যাঞ্চাইজিটির গ্লোবাল হেড অফ পারফরম্যান্স হিসেবে নিয়োগ পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। অন্যদিকে জহির খানকে গ্লোবাল হেড অফ ক্রিকেট ডেভোলপমেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মাহেলা জয়াবর্ধনে। ফাইল ছবি
বর্তমান ফ্র্যাঞ্চাইজিটির মালিকানাধীন দলের সংখ্যা তিন। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি নতুন চালু হওয়া আমিরাত প্রিমিয়ার লিগের এমআই এমিরেটস এবং দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগ এসএ২০ এর দল এমআই কেপটাউন – এই তিনটি দলের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে জয়াবর্ধনে এবং জহিরকে। বেশ লম্বা সময় ধরেই অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কাজ করে আসছেন এই দুজন। ২০১৭ সালে থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ ছিলেন মাহেলা। অন্যদিকে ক্রিকেট অপারেশন্সের ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন জহির। এর আগে ভারত জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করছেন তিনি।
নতুন দায়িত্বে মাহেলার কাজের পরিধি বাড়বে। দলের পরিকল্পনা প্রণয়ন, প্রতিটি দলের কোচিং স্টাফ গঠনসহ খেলার গ্লোবাল হাই পারফরম্যান্স ইকোসিস্টেম তৈরিতে সাহায্য করবেন তিনি। দলের প্রধান কোচদের সাথে নিবিড়ভাবে কাজ করে দলীয় ব্র্যান্ড অফ ক্রিকেট তৈরি এবং সঠিকভাবে অনুশীলনের বাস্তবায়নেও রাখবেন ভূমিকা। ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন তিনটি দলের হয়েই এই দায়িত্ব পালন করবেন মাহেলা।
নতুন দায়িত্বকে দারুণ সম্মানজনক উল্লেখ করে মাহেলা জানিয়েছেন, ‘নতুন দায়িত্বে কাজ করে গ্লোবাল ব্র্যান্ড অফ ক্রিকেট তৈরি করাই হবে আমার মূল লক্ষ্য।’
জহিরের দায়িত্বও বাড়ছে। ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটার ডেভোলপমেন্ট, মেধাবীদের খুঁজে বের করা, তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করবেন তিনি। এসব জিনিসই মুম্বাইয়ের প্রধান লক্ষ্য। বর্তমানের তিনটি দলেই এই কাজের ছাপ রাখবেন জহির।
মাহেলা জয়াবর্ধনে-ও-জহির খান। ফাইল ছবি
নতুন পদের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জহিরও। জহিরের জানান, ‘মুম্বাই ইন্ডিয়ান্স আমার ঘরের মতই হয়ে গেছে, ক্রিকেটার হিসেবেও কোচিং স্টাফের সদস্য হিসেবেও। এই পরিবারের সকলের সাথে একসাথে কাজ করে বিশ্বের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার চেষ্টা করব।’
নতুন দুইটি দল কেনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০১৮ সাল থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের সদস্য ছিলেন জয়াবর্ধনে এবং জহির। প্রধান কোচ হিসেবে তিনটি আইপিএলের শিরোপা জিতেছেন জয়াবর্ধনে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।