যুবাদের অভিনন্দন ক্রীড়া উপদেষ্টার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-12-08T18:40:08+06:00
আপডেট হয়েছে - 2024-12-08T18:40:08+06:00
পরপর দুই শিরোপা। ইতিহাস আগেও গড়েছে যুবারা, এবার গড়ল নতুন ইতিহাস। দেশের ক্রিকেটের প্রথম দল হিসেবে পরপর দুই আসরে এশিয়ার চ্যাম্পিয়ন, এমনকি এশিয়া কাপ একাধিকবার জেতার একমাত্র কীর্তিও তাদের দখলে। সেই যুবারা চ্যাম্পিয়ন হওয়ার পরপরই সিক্ত হলো যুব ও ক্রীড়া উপদেষ্টার শুভেচ্ছা বৃষ্টিতে।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ ক্রিকেটের তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন যুবাদের।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অভিনন্দন জানিয়ে লিখেছেন, উড়তে থাকো, যেতে হবে বহুদূর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয় নিশ্চিত করার আগেই তাদের এশিয়ার চ্যাম্পিয়ন তকমা দিয়ে শুভেচ্ছা জানান মুশফিকুর রহিম। অবশ্য এশিয়ার সেরা ছেলেরা ছিল আগে থেকেই। কারণ আগের আসরেও যে শিরোপা উঠেছিল বাংলাদেশের হাতে। তবে সেবার প্রতিপক্ষ ছিল আরব আমিরাত। সে হিসেবে এবারের কাজটা ছিল বেশি কঠিন।
ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান। কালাম সিদ্দিকি ১৬ বলে ১ রান করে সাজঘরে ফিরলে বাংলাদেশ দল চাপে পড়ে যায়। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারও থিতু হতে পারেননি। জাওয়াদ ৩৫ বলে ২০ ও তামিম ২৮ বলে ১৬ রান করে বিদায় নিলে বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন।
চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৬২ রানের জুটি। দুজনের কেউই অর্ধশতকের দেখা পাননি, যদিও দুজনের সামনেই ছিল পঞ্চাশের মাইলফলক স্পর্শের সুযোগ। শিহাব ৬৭ বলে ৪০ ও রিজান ৬৫ বলে ৪৭ রান করে বিদায় নিলে দল আবারো খেই হারায়।
কঠিন পরিস্থিতিতে তখন এক প্রান্ত আগলে রাখেন ফরিদ হাসান। কারও সঙ্গ না পেলেও একাই চালিয়ে যান লড়াই, আর তার ব্যাটে ভর করেই দুইশর কাছাকাছি যেতে সমর্থ হয় বাংলাদেশের ইনিংস। যদিও থামতে হয় দুইশর আগেই।
৪৯ বলে ৩৯ রানের ভীষণ কার্যকরী ইনিংস খেলে ফরিদ বিদায় নিলে ইনিংসের ৫ বল বাকি থাকতে ১৯৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে ইয়ুধাজিত গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ দুটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ভারত দেখেশুনে শুরু করার চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুতই খেই হারিয়ে ফেলে। দুই ওপেনার আয়ুশ মাহেত্রে ১ ও বৈভব সূর্যবংশী ৯ রান করে ধরেন সাজঘরের পথ। আন্দ্রে সিদ্ধার্থ, কেপি কার্তিকেয়া ও মোহাম্মদ আমান হাল ধরার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে ভারত উইকেট হারাতে থাকে। আল ফাহাদ, ইকবাল হোসেন ইমনরা একপর্যায়ে নিয়ে নেন ম্যাচের নিয়ন্ত্রণ। শেষ অবধি সেই নিয়ন্ত্রণ রেখেই শিরোপা অবধি পৌঁছে যায় আজিজুল হাকিম তামিমের দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।