যে চার দলকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন মরগান
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান ভবিষ্যদ্বাণী করেছেন কারা হতে পারে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট।

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2023-08-06T23:51:57+06:00
আপডেট হয়েছে - 2023-08-06T23:51:57+06:00
ইয়ন মরগান সেমিফাইনালের জন্য বেছে নিয়েছেন পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতকে। মরগান বলেছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। একইসাথে সন্দেহাতীতভাবে ইংল্যান্ডকে এবং স্বাগতিক ভারতকে বিশ্বকাপের সেরা চার দলের জন্য।
ইয়ন মরগান
বিশ্বকাপের মতো আসরে হোম কন্ডিশনের সুবিধা অনেক গুরুত্বপূর্ণ। গত দুই আসরেও বিশ্বকাপ জিতেছে স্বাগতিক দেশ। ২০১৫ সালের বিশ্বকাপে ফাইনাল খেলেছিল দুই যৌথ স্বাগতিক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। গত আসরেও স্বাগতিক ইংল্যান্ড পেয়েছে শিরোপার স্বাদ। বিরাট কোহলি ভারতের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন মরগান।
বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিয়ে মরগান বলেন, 'আমার কোন সন্দেহ নেই ইংল্যান্ড ও ভারত সেমিফাইনালে খেলবে। এর বাইরে শিরোপা জেতার মতো দলের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা জানাবে। বড় প্রতিযোগিতার ক্ষেত্রে সবসময়ই তারা দুর্দান্ত প্রতিপক্ষ। '
তিনি আরো বলেন, 'তাদের কাজ করার মতো অনেক প্রতিভা রয়েছে। ভারতে ওয়ানডে ম্যাচ খেলার জন্য আপনাকে সবদিক থেকে পরিপূর্ণ হতে হবে যা এই দলগুলোর (পাকিস্তান ও অস্ট্রেলিয়া) মধ্যে রয়েছে।'
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের সম্পূর্ণ আসর আয়োজন করছে ভারত। ইতোমধ্যে ভারত সফরে যাওয়ার জন্য সরকারের অনুমোদন পেয়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টের একাধিক ম্যাচের সূচি পরিবর্তন হবে, আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি কেবল।
-লিখেছেন তালহা তানীম।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।