রবিবার একইসাথে '৩' ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
রবিবার একই দিনে একই সময়ে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-09-24T19:01:05+06:00
আপডেট হয়েছে - 2022-09-24T19:01:05+06:00
বাংলাদেশের কোনো ম্যাচ মানেই সমর্থকদের উন্মাদনার কমতি নেই; হোক তা জাতীয় দল, নারী দল কিংবা সাবেকদের কোনো ম্যাচ। রবিবার (২৫ সেপ্টেম্বর) তাই ব্যস্ত এক দিন কাটবে সমর্থকদের। এদিন একসাথে মাঠে নামছে বাংলাদেশের তিনটি দল।
একই সময়ে চলবে বাংলাদেশের তিনটি ম্যাচ। ফাইল ছবি
রবিবার একইদিনে মাঠে নামছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল, নারী ক্রিকেট দল ও সাবেকদের দল বাংলাদেশ লিজেন্ডস। তিনটি ম্যাচই আবার একইসাথে অনুষ্ঠিত হবে!
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে রাত ৮টায়। এই ম্যাচের ভেন্যু দুবাই।
একইদিনে নারী জাতীয় দল খেলবে আইসিসি প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ইতোমধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করা নারী দল বাছাইয়ের ফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা আরেক দল আয়ারল্যান্ডের। পুরুষ দলের মতো নারী দলের ম্যাচও অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। নিগার সুলতানা জ্যোতির দলের ফাইনাল ম্যাচের ভেন্যু আরব আমিরাত। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।
বাংলাদেশের সমর্থকদের তাই একইসাথে তিনটি ম্যাচের ওপর নজর রাখতে হবে। নুরুল হাসান সোহানদের ম্যাচ ও লিজেন্ডসদের ম্যাচ টিভি পর্দায় দেখা গেলেও নারীদের ম্যাচ অবশ্য সরাসরি সম্প্রচার করা হবে না।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।