
রিশাদকে মনে ধরেছে পোলকের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-25T00:15:35+06:00
আপডেট হয়েছে - 2024-10-25T00:15:35+06:00
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটবিশ্বে রিশাদকে নিয়ে প্রশংসার জোয়ার চলছে। ইতোমধ্যে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগও মিলেছে রিশাদের। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রিশাদকে দারুণ পছন্দ পোলকের। চলতি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে অবশ্য দলে
নেই রিশাদ, তবে এখানে তাকে প্রশংসায় ভাসালেন দক্ষিণ আফ্রিকার
একসময়কার কিংবদন্তি ক্রিকেটার শন পোলক। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে পোলক
রয়েছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। মিরপুর টেস্ট শেষে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি
গণমাধ্যমকর্মীদের। সেখানেই রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পোলক।
শন পোলক জানান, ‘আসলে আপনি চাইবেন আপনার শক্তির জায়গা কাজে লাগাতে। যে উইকেট আপনার প্রতিপক্ষের চেয়ে আপনাকে বেশি সুবিধা দেবে আপনি সেরকম উইকেটই চাইবেন। দুনিয়ার নানা প্রান্তে এসবই হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া পেস-বাউন্সে শক্তিশালী, ভারত আবার টার্নে। ফলে এখানে মনে হয় না কোনো সমস্যা রয়েছে। আমার আপনাদের লেগ স্পিনারটাকে অনেক ভালো লেগেছে, নামটা কী যেন, মনে করতে পারছি না রিশাদ? হ্যাঁ সে দারুণ। সে যদি (টেস্ট দলে) আসতে পারে সাথে তাইজুল (ইসলাম)ও রয়েছে। সাথে মেহেদী (হাসান মিরাজ)ও থাকবে। এর সাথে দুজন পেসারকে নিলে বেশ ভালো একটি দল হবে। তবে দলে অত বেশি পরিবর্তনও আনতে চাইবেন না আপনি। দক্ষিণ আফ্রিকা ১-২টির বেশি পরিবর্তন আনতে চায় না। ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন আপনি। তাই একই ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে চাইবেন যেন ধারবাহিকতা বজায় থাকে।’
মিরপুর টেস্টে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।