রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা ভারতের
রোড সেফটি টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে ভারত। ফাইনালে শ্রীলঙ্কা লিজেন্ডসকে ৩৩ রানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া লিজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা ভারতের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-10-02T02:14:20+06:00
আপডেট হয়েছে - 2022-10-02T02:14:20+06:00
India Legends vs Sri Lanka Legends
Shaheed Veer Narayan Singh International Stadium

India Legends
195/6 (20)

Sri Lanka Legends
162/10 (18.5)
India Legends won by 33 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Naman Ojha (India) |
খেলার সারসংক্ষেপ
রোড-সেফটি-ওয়ার্ল্ড-সিরিজে চ্যাম্পিয়ন ভারত।
ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই গোল্ডেন ডাকে (১ বলে ০) ফিরে যান দলের অধিনায়ক শচীন টেন্ডুলকার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সুরেশ রায়নাও। দলীয় ১৯ রানে ২ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার নমান ওঝা। চারে নামা বিনয় কুমারকে সঙ্গে নিয়ে ৯০ রানের অনবদ্য এক জুটি গড়েন তিনি। ২১ বলে ৩৬ করে বিনয় ফিরে গেলেও ফেরানো যায়নি ওঝাকে। রানের চাকা সচল রেখে খেলছিলেন তিনি।
এরপর বাকিদের কেউ তেমন বড় রানের দেখা পাননি। যুবরাজ সিং ১৯ বলে ১৩ এবং ইরফান পাঠান ৯ বলে ১১ করে আউট হন। শেষদিকে ২ বলে ৮ রানের ছোট্ট এক ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টুয়ার্ট বিনি। অন্যদিকে সেঞ্চুরির দেখা পেয়ে যান ওঝা। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ৭১ বলে ১০৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন এই ওপেনার। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল এক সংগ্রহ দাঁড় করায় ভারত।
শ্রীলঙ্কার হয়ে ৩ ওভার বল করে ২৯ রানে ৩ উইকেট নেন নুয়ান কুলাসেকারা। এছাড়াও ৪ ওভার বল করে ৩৪ রানে ২ উইকেট তুলে নেন ইসুরু উদানা। ৪ ওভারে ৪৪ রান খরচায় ১টি উইকেট নেন ইশান জয়ারত্নে।
জবাব দিতে নেমে দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলীয় ১৬ রানের মধ্যেই দুই ওপেনার দিলশান মুনাবিরা এবং সনাথ জয়সুরিয়া ফিরে গেলে বিপাকে পড়ে লঙ্কানরা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৬ এ নামা জীবন মেন্ডিস কিছুটা প্রতি-আক্রমণের চেষ্টা চালালেও ১১ বলে ২০ রান করে রানআউট হয়ে ফিরে যান তিনিও। তখন ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে একদম খাদের কিনারায় লঙ্কানরা।
মেন্ডিসের বিদায়ের পরেই সপ্তম উইকেট জুটিতে ৬৩ রানের লড়াকু এক জুটি গড়েন ইশান জয়ারত্নে এবং মাহেলা উদ্বাত্তে। দলীয় ১৪৮ রানে ১৯ বলে ২৬ রানের ইনিংস খেলে ফিরে যান মাহেলা। অন্যদিকে ২২ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলে দলীয় ১৬২ রানে বিনয় কুমারের শিকার হয়ে ফিরে যান ইশান। শ্রীলঙ্কাও আর আগাতে পারেনি। অলআউট হয়েছে ১৬২ রানেই। যার ফলে ৩৩ রানে ম্যাচ এবং শিরোপা জিতে নিয়েছে ইন্ডিয়া লিজেন্ডস। টুর্নামেন্টজুড়ে দারুণ খেলা শ্রীলঙ্কা লিজেন্ডসকে সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়েই।
রোড-সেফটি-ওয়ার্ল্ড-সিরিজের-শিরোপা জিতে নিয়েছে ভারত
ভারতের হয়ে ৩৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বিনয় কুমার। অন্যদিকে ৪ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নেন অভিমন্যু মিথুন। এছাড়াও ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন রাজেশ পাওয়ার, স্টুয়ার্ট বিনি, ইউসুফ পাঠান এবং রাহুল শর্মা।
প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জিতে নিয়েছেন সেঞ্চুরি হাঁকানো নমান ওঝা। অন্যদিকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিলকারত্নে দিলশান।
বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদেরকে নিয়ে ৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশও। পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে থেকে আগেই বিদায় নিয়েছে শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন দলটি। আজকের ফাইনালের মাধ্যমে পর্দা নামলো টুর্নামেন্টটির।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।