লাইভ শো’তে বাবর আজমের ‘গোপন চ্যাট’ ফাঁস
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যে ক্রিকেটারদের দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি এবার প্রকাশ্যেই এলো। স্বয়ং দলের এক ক্রিকেটারই জানিয়েছেন সেটি।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-10-30T13:08:17+06:00
আপডেট হয়েছে - 2023-10-30T13:08:17+06:00
ক্রিকেটারদের বেতন ইস্যুতে বাবর আজম পিসিবি চেয়ারম্যানকে কোনও ধরণের ম্যাসেজ দিয়েছেন কি না- এরকম একটি হোয়াটসঅ্যাপ ক্ষুদে বার্তা দেখানো হয়েছে এআরওয়াইয়ের একটি লাইভ শোতে। [এখানে কুইজ খেলে জিতে নিন বাংলাদেশ দলের জার্সি]
বিশ্বকাপে-ভালো-সময়-কাটছে-না-পাকিস্তান-দলের
বিশ্বকাপে ভালো করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। চিরশত্রু ভারতের দেশে বিশ্বকাপে যে পরিকল্পনা নিয়ে এসেছিল সেটি করে দেখাতে পারেননি বাবররা। যে কারণে দলের এক ক্রিকেটার জানিয়েছেন খারাপ সময়ে বোর্ডকেও পাশে পাচ্ছে না তাঁরা।
তবে সম্প্রতি সেই জের ধরেই বাবরের গোপন হোয়াইটসঅ্যাপ বার্তা ফাঁস করেছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ! রশিদ লতিফ বলেন, ভারত থেকে বাবর পিসিবি চেয়ারম্যানকে কল করার চেষ্টা করছেন। এমনকি ক্ষুদে বার্তাও দিয়েছেন। তবে পিসিবি চেয়ারম্যান সেটির উত্তর দেননি।
সম্প্রতি এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন পিসিবি চেয়ারম্যান জাকা। সেখানে সমলোচনার মুখে পড়ে জাকা বলে ফেলেন- বাবর তাঁকে কোনো ফোনই দেননি! পরবর্তীতে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসের বাবরকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান।
বাবরকে জিজ্ঞাসা করেন, ‘তিনি পিসিবি চেয়ারম্যানকে কোনো ফোন দিয়েছেন কি না’? সেই বার্তার জবাবে বাবর লিখেন, ‘না, আমি তো কোনো কল করিনি’। পিসিবির চিফ অপারেটিং অফিসার ও বাবরের মধ্যে যে আলাপ হয়েছে সেটি আবার এআরওয়াইয়ের একটি লাইভ শো চলাকালীন সেটি স্ক্রিনে দেখানো হয়!
আর এটির পেছনে সন্দেহ করা হচ্ছে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফকে। অবশ্য লাইভ শো চলাকালীন দুই জনের গুরুত্বপূর্ণ ‘বার্তা’ দেখানোর অনুমতি নিয়েছে কি না সেই প্রসঙ্গে প্রশ্ন তোলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী। অবশ্য সঞ্চালক কৌশলে সেটি এড়িয়ে যান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।