লিটন-মিরাজ বাংলাদেশের সেরা ক্রিকেটার, অভিমত হার্শার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-09-02T09:35:52+06:00
আপডেট হয়েছে - 2024-09-02T09:35:52+06:00
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ব্যাট হাতে বাংলাদেশের ত্রাতা হিসেবে আবির্ভূত
হওয়া লিটন ও মিরাজকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন হার্শা। এই দুজনকে এ মুহূর্তে বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসেবে নিজের মতামতে উল্লেখ করেছেন তিনি।
এক টুইট বার্তায় হার্শা লিখেছেন্, ‘এ মুহূর্তে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার। মিরাজ ও লিটন বাংলাদেশকে সিরিজ জয়ের দারুণ সুযোগ করে দিয়েছে। অনেকবারই বলেছি, লিটন সাদা বলে বাংলাদেশের সেরা ব্যাটার। তবে আমি আশা করি, এই সেঞ্চুরি ওর আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলবে।'
হার্শা অবশ্য আগে থেকেই লিটনের ভক্ত। অতীতে না সময়েই তাকে দেখা গেছে লিটন বন্দনা করতে। তবে এবার একটু বিশেষভাবে প্রশংসা না করে থাকতে পারলেন না।
পারবেনই বা কীভাবে! ২৬ রানে ৬ উইকেটের পতনের পর দলকে যেভাবে টেনে তুলেছেন লিটন, তা তো দর্শক হিসেবে হার্শার চোখে লেগে থাকার কথা। অবশ্য শুধু লিটনকে কৃতিত্ব দিলে বিষয়টা বেমানান। কারণ সমানভাবে অবদান ছিল মিরাজেরও।
৭ম উইকেটে মিরাজ ও লিটনের গড়া ১৬৫ রানের জুটির কারণে বাংলাদেশ এড়ায় ফলো অন, স্কোর চলে যায় পাকিস্তানের কাছাকাছি, দূর হয় হারের ভয়। এমনকি প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে টাইগারদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।