শাহীনের উপর প্রতিশোধ নিয়েছেন বাবর : লতিফ
বাবর আজমের নেতৃত্বে ফেরায় শাহীনের উপর প্রতিশোধ নিয়েছেন তিনি দাবি রশিদ লতিফের।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-04-04T11:16:15+06:00
আপডেট হয়েছে - 2024-04-04T11:38:56+06:00
গত সপ্তাহেই পরিবর্তন এসেছে পাকিস্তানের নেতৃত্বে। শাহীন শাহ আফ্রিদিকে সরিয়ে নেতৃত্ব ফিরিয়ে পেয়েছেন বাবর আজম। মাত্র এক সিরিজ দায়িত্ব পালন করা শাহীনের উপর প্রতিশোধ নিয়ে পুনরায় নেতৃত্ব নিয়েছেন দাবি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর পিসিবি থেকে বাবর আজমকে সাদা বলে নেতৃত্ব ছেড়ে দিতে বলা হয়। বাবর পরে তিন ফরম্যাটেরই দায়িত্ব ছেড়ে দেন। যার দুই ঘন্টার মধ্যে পাকিস্তানের নতুন অধিনায়ক হন টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদি।
মাত্র নেতৃত্ব হারানো শাহীনের অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজই খেলেছে পাকিস্তান। যেখানে ৪-১ এ হারের পর পিএসএলে(পাকিস্তান সুপার লিগ) শাহীনের দল কোয়েটার বাজে পারফরম্যান্সে তার নেতৃত্ব হারানোর শঙ্কা তৈরি হয়। পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভি আসার পর পরিবর্তন আসে নেতৃত্বে যে প্রক্রিয়া নিয়ে অখুশি ছিলেন শাহীন। পিসিবির সাথে আলোচনা আবারও নেতৃত্বে ফেরেন বাবর।
পাকিস্তান দল সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো না করলে দলটিতে ভাঙন দেখা দেবে মনে করেন রশিদ। অন্তত ভারতের বিপক্ষে ম্যাচে দলটিকে জিততেই হবে এমনটাই মত তার।
রশিদ বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট খুবই কঠিন। জিতলেন তো আপনি বেঁচে গেলেন। নয়তো শিগগিরই দলটাকে ভেঙে যেতে দেখব। পাকিস্তান বিশ্বকাপ জিততে না পারলে এই দলটা ভেঙে যাবে। এখানে জেতাটা খুব গুরুত্বপূর্ণ। অন্তত ভারতের বিপক্ষে ম্যাচটা জিততেই হবে।’
তুলে আনেন শাদাব খানের কথা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর শাদাব বলেছিলেন বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তান পূর্ণতা পায় না।
‘বাবরকে যখন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, একই জিনিস আমি শাহীনের থেকেও আশা করেছিলাম। শাহীন যদি সেই দিন একটা অবস্থান নিত, তাহলে এখনকার এই দিন দেখতে হতো না। দুই জনের যত বন্ধুত্বই থাকুক না কেন, বাবর কি প্রতিশোধ নিয়ে নিল না?’
বাবর নেতৃত্ব হারানোর পর আফ্রিদি তাঁর পাশে না দাঁড়ালেও এ ক্ষেত্রে কারোর দায় দেখেন না রশিদ, ' শাহীনের সঙ্গে যা হয়েছে ভুল হয়েছে, বাবরের সঙ্গে যা হয়েছে সেটাও ভুলই হয়েছিল। তবে এই মুহূর্তে বাবরই ওপরে উঠে গেল। যদিও এখনো ওর জন্য অধিনায়কত্বটা সহজ কিছু হবে না।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।