শেখ মেহেদীর চেষ্টাকে ব্যর্থ করে শেষ ওভারে নাটকীয় জয় শেখ জামালের
সাইফ হাসানের ১০২ বলে ৮৩ ও অধিনায়ক নুরুল হাসানের ৪৫ বলে ৫৩ রানের ইনিংসে স্কোরবোর্ডে ২৭৬ রান তোলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-05-07T17:21:17+06:00
আপডেট হয়েছে - 2023-05-07T17:23:42+06:00
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তীরে এসে তরী ডুবল। শেখ মেহেদী চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি তিনি।
প্রান্তিক-ও-দিপু-মিলে-১৩৬-রানের-জুটি-গড়েন
শেষ ওভারে প্রাইম ব্যাংকের প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল মাত্র একটি উইকেট। প্রাইম ব্যাংকের হয়ে ব্যাটিং করছিলেন শেখ মেহেদী ও রুবেল হোসেন। ৪৯তম ওভার শেষে ২০ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন।
তবে শহিদুল ইসলামের করা বলটি ব্যাটে লাগানোর পর ডিপ কভারে থাকা মাহবুব নিলয়ের হাতে ক্যাচ তুলে দেন শেখ মেহেদী। ফলে শেষ ওভারে ১৪ রান নিতে না পারায় ম্যাচটি খোয়াতে হলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
এর আগে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় প্রাইম ব্যাংক। আগে ব্যাটিং পেয়ে ওপেনার সাইফ হাসান খেলেন ১০২ বলে ৮৩ রানের ইনিংস। এছাড়াও নুরুল খেলেন ৪৫ বলে ৫৩ রানের ইনিংস।
শেষদিকে জিয়াউর রহমান ও তাইবুরের ৩০ ও জিয়ার ১৬ বলে অপরাজিত ২৭ রানের সুবাধে স্কোরবোর্ডে ২৭৬ রানের পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। জাকির আউট হন ৪ রানে। শাহাদাৎ দিপু ও প্রান্তিক নওরোজের ব্যাটে দল ঘুরে দাঁড়ায়।
এ দুই ব্যাটসম্যান মিলে ১৩৬ রানের জুটি গড়েন। ৬৬ রান করে আউট হন দিপু ও ৯০ বলে ৭৫ রান করে আউট হন নওরোজ। ব্যাট হাতে ব্যর্থ হন নাসিরও। আলামিন জুনিয়র খেলেন ৩৬ রানের ইনিংস। শেষ পর্যন্ত শেখ জামালের কাছে ১৩ রানে হারতে হয় প্রাইম ব্যাংককে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।