সৌম্য প্রমাণ করেছে সে কোয়ালিটি ক্রিকেটার : নিকোলস

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-12-20T13:42:51+06:00
আপডেট হয়েছে - 2023-12-20T13:42:51+06:00
এক রান করতেই যার নাভিশ্বাস উঠছিল, সেই সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন ১৬৯ রানের ইনিংস। নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটি নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। অর্থাৎ, শচীন টেন্ডুলকারের মতো মহারথীকেও পেছনে ফেলেছেন সৌম্য।
নিউজিল্যান্ডও মুগ্ধ সৌম্যর এই ইনিংসে। যে ম্যাচে ১৬৯ রানের ইনিংস খেলেছেন প্রতিপক্ষের এক ব্যাটার, সেই ম্যাচে একপাক্ষিক ভাবতে চায় না কিউইরা। নিউজিল্যান্ডের ব্যাটার হেনরি নিকোলস সাফ জানিয়ে দিলেন, সৌম্যর জীবনের স্মরণীয় ম্যাচটা তাদের কাছে একপেশে নয়।
তিনি বলেন, '১৬৯ রান করা চাট্টিখানি কথা নয়। ফ্যান্টাস্টিক ইনিংস। আমাদের অনেক চাপে ফেলে দিয়েছিল। উইকেট থেকে বোলারদের তেমন সুবিধা পাওয়া যাচ্ছিল না। সৌম্যর ইনিংসটা ফ্যান্টাস্টিক। আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করেছে। তার ১৬৯ রানে ভর করেই বাংলাদেশ ২৯০ রান করেছে, এটাই পুরো গল্প বলে দিচ্ছে। দুর্দান্ত ইনিংস।'
৭ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখা নিকোলস সৌম্যকে ম্যাচ জমিয়ে তোলার কৃতিত্ব দিতে ভুলেননি। তার ভাষায়, 'সে একজন কোয়ালিটি ক্রিকেটার, আর আজ সেটা প্রমাণ করেছে। ৪ উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকের সাথে দারুণ একটা পার্টনারশিপ গড়ে। এই পার্টনারশিপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে শুধু পুরো ইনিংস জুড়ে ব্যাট করেছে এমনই নয়, একইসাথে রানও বের করেছে। যেভাবে সে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে, দারুণ। ইনক্রেডিবল ইনিংস। এটা একপাক্ষিক ম্যাচ ছিল না। দারুণ লড়াই হয়েছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।