██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

স্পিনার না খেলানোর কারণ ব্যাখ্যা করলেন শান

৪ পেসার খেলানো এবং স্পিনার না খেলানোর কারণ জানালেন শান মাসুদ।

স্পিনার না খেলানোর কারণ ব্যাখ্যা করলেন শান

স্পিনার না খেলানোর কারণ ব্যাখ্যা করলেন শান

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-08-26T12:32:07+06:00

আপডেট হয়েছে - 2024-08-26T12:32:07+06:00

রাওয়ালপিন্ডি টেস্টের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাওয়ালপিন্ডির গ্রিন টপ উইকেট। স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনার না রেখে পুরো পেসনির্ভর একাদশ সাজানোর আগাম বার্তাও দিয়ে রেখেছিল পাকিস্তান। তবে ম্যাচের চিত্র প্রত্যাশামাফিক আগায়নি।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  শান মাসুদ। ৪ পেসার নিয়ে একাদশ সাজানো পাকিস্তান বল হাতে তেমন সাফল্য কুড়াতে পারেনি। বরং পেসারদের টানা বল করিয়ে তাদের কিছুটা ক্লান্তও করে ফেলেছে, সময়মতো ওভারও শেষ করা যাচ্ছিল না। গ্রিন টপ উইকেট থেকে যেরকম সাহায্য পাওয়ার কথা ছিল তাও আদায় করে নিতে পারেনি পাকিস্তান। ঘাসের উইকেটেও ব্যাটাররাও বইয়ে দিয়েছেন রানের বন্যা। সেই সাথে পঞ্চম দিনে বাংলাদেশের স্পিনারদের সাফল্য যেন পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ১০ উইকেটের মধ্যে ৭টিই তুলেছেন বাংলাদেশের স্পিনাররা। অন্যদিকে পাকিস্তানের একাদশে স্পিনার ছিলেন কেবল দুইজন, দুইজনই পার্ট টাইমার – সালমান আলী আঘা এবং সাইম আইয়ুব।


একাদশে কোনো স্পিনার না রাখা এবং চার পেসার খেলানোর ব্যাপারে নিজেদের যুক্তি তুলে ধরেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান বলেছেন, ‘আসলে চার দিনে পিচে পেসারদের জন্য সাহায্য থাকলেও তারা (বাংলাদেশ) অনেক ভালো ব্যাটিং করেছে। দারুণ শৃঙ্খলার মধ্যে ছিল তারা। শেষ দিকে আমরাও তাদের কিছু সুযোগ দিয়েছি যখন মেহেদী (হাসান মিরাজ) এবং মুশফিকুর (রহিম) ব্যাট করছিল। আমরা মুশফিককে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে গেছে, সাদমানকে (ইসলাম) আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে গেছে। একসময় মনে হয়েছে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর আমরা ম্যাচ হেরেছি। ২০০ রানে এগিয়ে ছিলাম তখন। লিটন (দাস)-মুশফিক ছিল তখন, আমাদের উচিত ছিল ম্যাচে তাদের চেপে ধরা। আমরা সেখানে নিজেদের হতাশ করেছি। আমরা আজ ব্যাটিংয়েও নিজেদের হতাশ করেছি। এরকম কিছু ভুল করেছি আমরা। একটি ব্যাপার নিয়ে কথা বললেই হবে না শুধু। স্পিনারের ব্যাপারে আমার ব্যাখ্যা হচ্ছে, উইকেটে অনেক ঘাস ছিল। বৃষ্টি হচ্ছিল অনেক ম্যাচের আগে প্রতিদিন। আবহাওয়ার পূর্বাভাসও ছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসবের কারণেই (আগে ইনিংস) ডিক্লেয়ার করে দিয়েছিলাম। আমরা কেবল ৬ উইকেট হারালাম তখন। আমরা ব্যাটিং চালিয়ে গেলে অনায়াসে ৫৫০-৬০০ রানও করতে পারতাম। আমরা চেয়েছি ম্যাচ এগিয়ে নিয়ে যেতে। তারা (বাংলাদেশ) দারুণ ব্যাটিং করেছে এখানে তাদেরও কৃতিত্ব দিতে হবে। আজকে আমরা কেবল ড্র করার জন্য খেলতে পেরেছি।’

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

কেন ৪ পেসার এবং কেন বিশেষজ্ঞ কোনো স্পিনার নয় এ প্রসঙ্গে শানের ব্যাখ্যা, ‘আসলে পঞ্চম দিন নিয়ে আমি কিছু বলতে চাই না। আমরা এখানে আবহাওয়া নিয়ে অনেক ভেবেছি। এখানে ৩ পেসারের সাথে স্পিনার খেলালে স্পিনার হয়ত ৩০ ওভার করবে। ৪ নম্বর পেসার ওয়ার্কলোড ভাগ করার জন্য এবং আবহাওয়া মাথায় রেখে খেলানো হয়েছে। নাসিম (শাহ) অনেক দিন টেস্ট খেলেনি। শাহীনও (শাহীন শাহ আফ্রিদি)। পাকিস্তানও ১০ মাসে খেলেনি। যদি ৩ পেসার নিয়ে একজন চোটে পড়ত তাহলে হয়ত মনে হত আরেকজন কেন নিলাম না। অবশ্যই আমেরকে (আমের জামাল) আমরা হারিয়েছি যে ব্যাট-বলে সাহায্য করতে পারত। দলের ভারসাম্যের কথা ভেবেছি আমরা যেন অন্তত ৭ জন ব্যাটার থাকে। আঘা, সাইমরা স্পিনও করেছে। দিনশেষে আসলে প্রথম দুই ইনিংসই বেশি গুরুত্বপূর্ণ। অনেক সুযোগ ছিল, আমরা যদি সেসব নিতে পারতাম লিড নিতে পারতাম তখন বাংলাদেশকে চাপে ফেলে আমরা উল্টো ঘটনা ঘটাতে পারতাম।’


দুই ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.