
হোম অ্যাডভান্টেজ নিতে না পেরে হতাশ নাসিম
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-25T01:44:18+06:00
আপডেট হয়েছে - 2024-08-25T01:44:18+06:00
রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে ব্যাকফুটে আছে স্বাগতিক পাকিস্তান। চতুর্থ দিনের খেলা শেষে ৯৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ২৩ রান তুলে ১ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ জেতা পাকিস্তানের জন্য বেশ কঠিন, ড্র করার পাশাপাশি হেরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নাসিম শাহ। ম্যাচের আগে রাওয়ালপিন্ডির গ্রিন টপ উইকেটে পেসাররা
রাজত্ব করবেন বলে ধারণা করা হলেও এখানে রাজত্ব করছেন ব্যাটাররা। উইকেটের এমন
রানপ্রসবা আচরণ অপ্রত্যাশিত বলে মনে করছেন পাকিস্তানিরা। আগের দিন সহকারী কোচ
আজহার মাহমুদের মত এবার পেসার নাসিম শাহও জানিয়েছেন, উইকেটের আচরণ তাদের
প্রত্যাশামাফিক নয়।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাসিম শাহ বলেন, ‘আসলে দেখুন আমার কাছে মনে হয়েছে অন্যান্য সিরিজে পিচ যেভাবে বোলারদের সাহায্য করে এখানে এবারের গরমের মাঝে এই পিচ থেকে বোলিংয়ের জন্য নতুন বলে কিছুটা সাহায্য ছাড়া অত বেশি সাহায্য পাওয়া যাচ্ছে না। ম্যাচের ফলাফল যদি আপনি নিজেদের পক্ষে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই হোম অ্যাডভান্টেজ নিতে হবে। আমরা তা করতে পারছি না।’
নাসিম আরও বলেন, ‘দেখুন আমার মনে হয় বোলাররা চেষ্টা করে গেছে। আমি অনেক দিন পর খেলতে নেমেছি। ফলে শুরুর দিকে ছন্দ পেতে আমার কিছুটা সময় লেগেছে। পিচে আসলে এই মৌসুমে অনেক গরম থাকে। যে ধরনের সাহায্য আমরা বোলিং ইউনিট হিসেবে পিচ থেকে আশা করেছিলাম সেরকম সাহায্য আমরা পাইনি। নিজেদের জায়গা থেকে আমরা আমাদের সেরা চেষ্টাটাই করে গিয়েছি।’
নাসিম আরও বলেছেন, ‘আসলে টেস্ট ক্রিকেটকে টেস্ট বলা হয় কারণ এখানে আপনার টেস্ট নেওয়া হয়। একজন বোলার হিসেবে আপনাকে অনেক বেশি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। এখন যে মৌসুম অবশ্যই অনেক গরম পড়েছে। প্রচুর বোলিং করতে হচ্ছে এই গরমের মধ্যে। ফলে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। বোলার হিসেবে ধৈর্য থাকতে হবে। হয়ত মাঝেমধ্যে ১-২ স্পেলে ভুল করে ফেলতে পারেন, রান দিয়ে ফেলতে পারেন।’
রাওয়ালপিন্ডি ম্যাচে ৪ পেসার খেলানোর ব্যাপারে বেশ সমালোচনা হচ্ছে। একাদশের পাশাপাশি প্রথম ম্যাচের স্কোয়াডেও কোনো স্পিনার রাখেনি পাকিস্তান। ৪ পেসার খেলানো প্রসঙ্গে নাসিম শাহ বলেছেন, ‘আসলে আমার মনে হয়, আমাদের চিন্তাধারায় ছিল এই পিচে পেসাররা অনেক সাহায্য পাবে। আমরা যা আশা করেছিলাম সেরকম আচরণ করছে না পিচ। যখন আপনি ৪ জন পেসার খেলাচ্ছেন অবশ্যই আমরা চিন্তা থাকবে যে আপনি পেস দিয়ে আক্রমণ করবেন। পিচ ফেটেছে কিনা আমি নিশ্চিত নই। ঘাস আছে পিচে, নিচে কিছুটা শুষ্ক আছে। বল করলে খুব একটা সাহায্য পাওয়া যাচ্ছে না।’
ম্যাচ জিতলে হলে হোম অ্যাডভান্টেজ নেওয়ার পক্ষে নাসিম। এই প্রসঙ্গে নাসিম শাহ বলেন, ‘আসলে আমার হাতে তো নেই। তবে আমি বলব হোম অ্যাডভান্টেজ নিতে হলে চিন্তা করতে হবে আমরা কেমন পিচ বানাতে চাই। যদি সবুজ উইকেট বানিয়ে পেসারদের সাহায্য না করা যায়, তাহলে স্পিনারদের সাহায্যের জন্য বানানো যেতে পারে। যেটাই করা হোক না কেন। টেস্ট ক্রিকেট এখন অনেক এগিয়ে গেছে। লোকে এত গরমের মধ্যে টেস্ট ক্রিকেট উপভোগ করতে আসে। তাদের উপভোগ করতে দিতে হবে। ফলে কিছু না কিছু তো দিতে হবে। উপভোগ করার জন্য কিছু না কিছু করতে হবে। আমার হাতে তো এটা নেই, তবে আমার মনে হয় আমাদের চিন্তা করতে হবে হোম অ্যাডভান্টেজ আমরা কীভাবে নেব।’
রিভার্স সুইং করানো প্রসঙ্গে নাসিম বলেছেন, ‘রিভার্স সুইং আসলে সবুজ উইকেটে সহজে হবে না, রিভার্স সুইং তখনই হবে যখন বলের এক পাশ চকচকে রেখে বল করা যাবে। ফিল্ডিংয়ের ক্ষেত্রে বলব ক্যাচ মিস হতেই পারব। ফিল্ডিং ইউনিট হিসেবে ভালো চেষ্টা চালিয়েছি আমরা। ক্যাচ মিস করেছি আমরা, চেষ্টা করব যেন সামনে না হয়।’
বাংলাদেশের ক্রিকেটসহ
আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime
Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।