২০০ এর চেয়ে বেশি রানের জন্য খেলবে পাকিস্তান
মানসিকতার পরিবর্তন এনে ২০০+ রান করতে চান ফখর।

২০০ এর চেয়ে বেশি রানের জন্য খেলবে পাকিস্তান
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-25T17:40:11+06:00
আপডেট হয়েছে - 2024-05-25T17:40:11+06:00
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং, চার-ছক্কার বৃষ্টিতে রানের বন্যা। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রানও অনেক সময় অনিরাপদ হয়ে যায়। ফলে সব দলই চায় যত বেশি রান করে নেওয়া যায়। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নতুন কোচের অধীনে বিশ্বকাপে নামবে পাকিস্তান। ছবি : গেটি ইমেজস
টি-টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে এবার আগ্রাসী ক্রিকেটের
পথে হাঁটার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। তিনি জানিয়েছেন, মানসিকতায়
পরিবর্তন এনে এখন থেকে ২০০ রান করার জন্য খেলবে পাকিস্তান। সম্প্রতি আয়ারল্যান্ডের
বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। তবে এই সিরিজে
আইরিশদের বিপক্ষে একটি ম্যাচ হেরেই যেন মাথা খুলেছে দলটির।
আয়ারল্যান্ড সিরিজের আগে ঘরের মাঠে দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে পাকিস্তান। চলতি বছরে খেলা ১৩ টি-টোয়েন্টির মধ্যে পাঁচটিতে আগে ব্যাট করেছে তারা। এর মধ্যে ২০০ ছুঁতে পারেনি একবারও। পাঁচ ইনিংসে রান ১৫৮, ১৩৪, ১৭৮, ১৭৮ এবং ১৮২। এর মধ্যে তিনবার হেরেছে পাকিস্তান।
ফখর জামান।
আয়ারল্যান্ডের কাছে হারার পর টিম মিটিংয়ে ২০০ রান
করার মানসিকতায় খেলার বিষয়টি আলোচনা হয়েছে বলে জানান ফখর। ইংল্যান্ডের বিপক্ষে চার
ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে
পাকিস্তান দল। সেখানে গণমাধ্যমকে ফখর বলেন, ‘আমরা আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচ
হারার পর নিজেদের মানসিকতা, শরীরী ভাষায় অনেক পরিবর্তন এসেছে। কেউ হারতে চায় না,
আমরা এটা বুঝতে পারি। তবে প্রথম ম্যাচ হারার পর আমরা যে মানসিকতা পেয়েছি এটা যদি
আমরা চালিয়ে যেতে পারি তাহলে ভিন্ন এক দলকে দেখা যাবে।’
ফখর আরও বলেন, ‘আমাদের প্রতি ম্যাচের পরই মিটিং হয় এবং এখন আমাদের মানসিকতা হচ্ছে আগে ব্যাট করলে ২০০ রান বা তার চেয়ে বেশি রান করা। আমরা যদি এই মানসিকতা নিয়ে বিশ্বকাপে যেতে পারি...... আমাদের ব্যাটিং নিয়ে প্রায়ই কথা হয়, যদিও আমাদের বোলিং বিশ্ব মানের। আমি বলতে চাইছি আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা যে মানসিকতা নিয়ে ব্যাটিং করছি তাতে আপনারা দেখতে পারবেন আমরা ২০০+ রানের জন্য খেলব। আপনারা ইনটেন্ট দেখতে পাবেন।’
বিশ্বকাপের আগে নতুন কোচিং স্টাফের অধীনে কাজ শুরু করেছে পাকিস্তান। সাদা বলের ফরম্যাটে প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গ্যারি কারস্টেন। লাল বলের ফরম্যাটে জেসন গিলেস্পি দায়িত্ব নিলেও আপাতত খেলা না থাকায় কাজ করতে হচ্ছে না তাকে। কারস্টেন দায়িত্ব নিয়েই বলেছিলেন, পাকিস্তানের বাবর আজমের উপর নির্ভরশীলতা কমাতে চান তিনি। বাবরকে খেলতে দিতে চান স্বাধীনভাবে।
কারস্টেন প্রসঙ্গে ফখর বলেন, ‘অনেক নতুন কোচ। কিন্তু গ্যারি দারুণ একজন মানুষ। তিনি নতুন এসেছেন কিন্তু আমরা অনুভব করছি না যে তিনি নতুন। যেদিন তিনি এসেছেন সেদিনই দলের সাথে মিশে গেছেন। তিনি সবার সাথে কথা বলতে পছন্দ করেন। সবার গল্প শুনতে পছন্দ করেন, কীভাবে আমরা ক্রিকেট খেলি এবং উনার নিজের ক্রিকেট সংস্কৃতি (নিয়েও বলেন)। তার সাথে কাজ করতে আমরা দারুণ রোমাঞ্চিত।’
ফখর আরও জানিয়েছেন, ‘তিনি (কারস্টেন) খুব বেশি সময় হয়ত পাননি তবে তার মানসিকতা, তিনি আমাদের সাথে যেভাবে কথা বলেন তাতে মনে হয় যেন আমরা বন্ধু। আমার বিষয়টি দারুণ লেগেছে। বিশ্বকাপ খুবই কাছে। ফলে আমি কারও কোনো কথা শুনতে চাই না (আমার ব্যাটিং নিয়ে)। যদি টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে আপনি কাজ করতে যান তাহলে বিষয়টা সহজ হবে। আমি আমার মত ব্যাট করে যেতে চাই এবং পরে তার (কারস্টেন) সাথে কাজ করব।’
ইংল্যান্ড সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তান লড়বে ‘এ’ গ্রুপে, সঙ্গী হিসেবে আছে ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং কানাডা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।