২০ বলের মধ্যে ১৯ ডটের সাথে ৩ উইকেট নিলেন জনসন
অবিশ্বাস্য রকমের বোলিং দেখা গেছে দ্য হান্ড্রেডে।

২০ বলের মধ্যে ১৯ ডটের সাথে ৩ উইকেট নিলেন জনসন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-08-10T18:35:20+06:00
আপডেট হয়েছে - 2023-08-10T18:35:20+06:00
২০ বলের মধ্যে ১৯টি বলই হয়েছে ডট, উইকেট নিয়েছেন ৩টি। রান দিয়েছেন মাত্র ১। এমন অবিশ্বাস্য রকমের বোলিং দেখা গেছে এবারের দ্য হান্ড্রেডে।
অবিশ্বাস্য বোলিং করেছেন জনসন। ছবি : গেটি ইমেজস
অস্ট্রেলিয়ার বোলার স্পেনসার জনসন ঘটিয়েছেন সেই কীর্তি। সেই বোলিংও আবার যেনতেন ব্যাটারদের বিপক্ষে নয়, ইংল্যান্ডের দুই মারকুটে ব্যাটার জস বাটলার এবং ফিল সল্টদের বিপক্ষে বোলিং করে। পুরো ক্রিকেট দুনিয়াকেই যেন কাঁপিয়ে দিয়েছেন জনসন।
স্বপ্নের মত একটি সপ্তাহ পার করছেন স্পেনসার জনসন। রবিবার খেলেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনাল। সোমবার ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে। মাঝে এক দিন বিরতি দিয়ে বুধবার দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে করলেন দুনিয়া কাঁপানো বোলিং। ২০ বলের মধ্যে ১৯টিই ডট করেছেন জনসন, সাথে শিকার করেছেন ৩ উইকেট।
দ্য হান্ড্রেডের ইতিহাসের সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েছেন জনসন। স্বীকৃত টি-টোয়েন্টির হিসাব বিবেচনায় নিলে ২০ বা তার চেয়ে বেশি বল করে জনসনের চেয়ে কম রান দেওয়ার কীর্তি আছে কেবল তিনজনের- অক্ষয় কার্নেওয়ার, সাদ বিন জাফর এবং মোহাম্মদ ইরফান। ২০টি বলের মধ্যে অর্ধেক বল জনসন করেছেন জস বাটলার এবং ফিল সল্টকে। ফলে এমন অবিশ্বাস্য বোলিংয়ের মাহাত্ম্য বেড়ে গেছে অনেকখানি।
বাটলার-সল্টদের বিপক্ষে প্রথম ৫ বলে কোনো রান দেননি জনসন। পরের ৫ বল থেকে আসে ১ রান। এরপরের ১০ বলে কোনো রান দেননি এই পেসার, তুলে নিয়েছেন ৩ উইকেট।
এমন এক অবিশ্বাস্য স্পেলের পর অবাক হয়ে গেছেন জনসন নিজেই। ম্যাচ শেষে এই পেসার জানিয়েছেন, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। বুঝছি না কী হচ্ছে! নিজেকে চিমটি কাটছি। চোটের কারণে কঠিন সময় পার করেছি। কিন্তু এখন ক্রিকেটটা উপভোগ করছি, এখানে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
জনসনের দল ওভাল ইনভিন্সিবলসের অধিনায়ক স্যাম বিলিংসও প্রশংসার সাগরে ভাসিয়েছেন জনসনকে, ‘এই মুহূর্তের সেরা দুই ক্রিকেটার জস বাটলার ও ফিল সল্টের বিপক্ষে এমন একটা পারফরম্যান্স! কতটা ভালো বোলিং পারফরম্যান্স তা বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’
জনসনের এমন বিধ্বংসী স্পেলের সুবাদে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ৯৪ রানের দাপুটে জয় তুলে নিয়েছে ওভাল ইনভিন্সিবলস।
জনসনের দুনিয়া কাঁপানো বোলিংয়ের সুবাদে জিতেছে ওভাল। ছবি : গেটি ইমেজস
পাকিস্তানের পেসার ইহসানউল্লাহর বদলি হিসেবে জনসনকে দলে নিয়েছিল ওভাল। ২৭ বছর বয়সী জনসন প্রথমবারের মত ইংল্যান্ড গিয়ে মাত্র একটি ইনডোর অনুশীলন করেই নেমে গিয়েছিলেন মাঠে। আর মাঠে নেমে দেখিয়েছেন দাপুটে পারফরম্যান্স।
মাত্রই অজিদের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া জনসন ঘরোয়া ক্রিকেটেও আনকোরা। খুব বেশি ম্যাচ খেলেননি ২৭ বছর বয়সী এই পেসার। ক্যারিয়ারে লম্বা সময় লড়াই করতে হয়েছে চোটের সাথে। তবুও তাকে তিন ফরম্যাটের ভাবনাতেই রেখেছে অস্ট্রেলিয়া। দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি কিছুদিন আগে জানিয়েছেন, ‘স্পেনসার জনসন তিন ফরম্যাটের ভাবনাতেই আছে। ওর বলে গতি আছে, সুইং করানোর সামর্থ্য আছে। প্রথমত আমরা তাকে টি-টোয়েন্টি সিরিজে দেখতে চাচ্ছি। সম্ভবত যেটা ও সবচেয়ে বেশি খেলেছে। আমরা ওকে ওয়ানডে ও চার দিনের ক্রিকেটে কিছুটা দেখেছি। তাকে সময় দিতে আমরা আগ্রহী।’
টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে জনসনের ওভাল। অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।