২৫০ রান করলেও ওরা তাড়া করে ফেলত : রাহুল

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-05-08T23:57:04+06:00
আপডেট হয়েছে - 2024-05-08T23:57:04+06:00
ট্রাভিস হেড ও অভিষেক শর্মা মিলে যেন লিখছেন নতুন ইতিহাস। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে উড়ন্ত সূচনা এনে দেওয়াকে নিয়মে পরিণত করেছেন দুই ওপেনার। পাওয়ারপ্লেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এবার দলটি ৫৮ বলে তাড়া করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৬৫ রান, তাও সবগুলো উইকেট হাতে রেখে।
আর এমন পারফরম্যান্সে যেন নির্বাক হয়ে পড়েছেন লক্ষ্ণৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট হাতে নিজেরা খুব বড় পুঁজি জড়ো করতে পারেননি- তা মানলেও রাহুল মনে করেন, হেড ও অভিষেক যেভাবে ব্যাট করছিলেন তাতে ২৫০ রান করলেও জিততে পারতেন না।
রাহুল বলেন, 'আমি কিছু বলার ভাষা হারিয়েছি। আমরা টিভিতে ব্যাটিং দেখেছি এমন। এটা অবিশ্বাস্য। সব বলই ব্যাটের মাঝখানে লাগছিল। তাদের স্কিলের প্রশংসা না করে উপায় নেই। ছক্কা মারতে অনেক কঠোর পরিশ্রম ওরা করেছে। একটা সুযোগও আমাদের দেয়নি।'
কোনো রানই হেড ও অভিষেকের সামনে নিরাপদ নয় জানিয়ে লক্ষ্ণৌয়ের অধিনায়ক আরও বলেন, 'ওদেরকে থামালে পাওয়ারপ্লেতেই থামাতে হত, যা আমরা পারিনি। হারের পর নানা প্রশ্ন উঠতেই পারে। আমি মনে করি যথেষ্ট রান আমরা করতে পারিনি। আয়ুশ ও নিকোলাসের লড়াইয়ের কারণে ১৬৬ রানের টার্গেট দিতে পেরেছি। তবে আমরা যদি ২৫০ রানও করতাম, ওরা হয়ত তাড়া করে ফেলত।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।