৩ ভাই বদলে দিয়েছেন ছোট্ট মায়ার জান্দুলকে
জাতীয় দলে একসাথে খেলতে চান নাসিম, হুনাইন ও উবাইদ।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-02-11T18:37:19+06:00
আপডেট হয়েছে - 2024-02-11T18:37:19+06:00
দক্ষিণ এশিয়ার আর দশজন বাবার মতো আব্বাস শাহও চাইতেন, ছেলেপেলে পড়ালেখা করে বড় কোনো অফিসার হোক। কিন্তু বড় ছেলে নাসিম শাহ বড্ড বেয়াড়া! বাবার কড়া শাসন থেকে পালিয়ে ক্রিকেট খেলা থামানো গেল না। এদিকে বাবার শাসনও থামছে না। কিন্তু কে শোনে কার কথা! শেষমেশ জয় হয় নাসিমেরই। তিনি তো বড় মঞ্চে উঠে এসেছেনই, তার ছোট দুই ভাইকেই পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বব্যাপী, নিজের মতো ভয়ংকর পেসার হিসেবে। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নাসিম শাহ এবং তার দুই ছোট ভাই হুনাইন শাহ ও উবাইদ শাহর হাত ধরে ক্রিকেটের কনসেপ্টটাই বদলে গেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ছোট্ট গ্রাম মায়ার জান্দুলে। বাবার নিষেধ অমান্য করে ভাইরা কীভাবে হয়ে উঠলেন নামজাদা পেসার, বিপিএল খেলতে এসে সেই গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন ৩ সহোদরের মেজোজন, হুনাইন শাহ।
বিডিক্রিকটাইমকে হুনাইন বলেন, ‘হ্যাঁ, আমার বাবা ক্রিকেটের বিরোধী ছিলেন। নাসিম যখন খেলা শুরু করল, আমার বাবা ঘোরতর বিরোধী ছিলেন। তিনি সবসময় চাইতেন আমরা যেন পড়াশোনা করি। নাসিম ছিল নাছোড়বান্দা। টেপ টেনিস ক্রিকেট খেলত। একদিন আমার বাবা ঘুমাচ্ছেন, নাসিম দেরি করে বাড়ি ফিরেছে। এত দেরি করে বাড়ি ফিরেছিল যে বাবা রেগে গিয়েছিলেন। বললেন, কীসের ক্রিকেট? ঘড়ি দেখো, কয়টা বাজে! এটা বাড়ি ফেরার সময়?’
নাসিম হুনাইনদের বাবা আব্বাসের আসলে দোষ ছিল না। পিছিয়ে পড়া গ্রামটিতে ক্রিকেটকে দেখা হতো বিলাসিতা হিসেবে। আর এখন? দলবল নিয়ে নাসিমের ঘরে বসেই ক্রিকেট নিয়ে মজে থাকেন পুরো গ্রামবাসী।
হুনাইন জানান, ‘আমাদের গ্রামে আসলে ক্রিকেট নিয়ে তেমন জনপ্রিয়তা ছিল না। গ্রামটা উন্নত নয়, তেমন সুযোগসুবিধা নেই। এ কারণেই তিনি ক্রিকেটের বিরোধিতা করতেন। সবাই চাইত পড়াশোনা করি। নাসিমের আগে সেখান থেকে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার উঠে আসেনি। তবে নাসিম আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার পর আমাদের কাজটা সহজ হয়ে যায়। তার আগে আমার বাবা ভাবতেন ক্রিকেট ইংরেজদের খেলা। শুধু তিনিই না, পুরো গ্রামের মানুষ ভাবত। এখন তারা সচেতন হয়েছে। সবাই মন দিয়ে খেলা দেখে।’
হুনাইন ও উমাইদকে আদর্শ হিসেবে অন্য কারও প্রতি দৃষ্টি দিতে হয়নি। নাসিমই তাদের অনুপ্রেরণা। পিঠাপিঠি বয়সের ৩ ভাই একসাথে জাতীয় দলে খেলার স্বপ্নও দেখেন। হুনাইন বললেন, ‘নাসিমই আমার বোলিং আইকন। হতে পারে সে আমার ভাই। তবে এখন সে পাকিস্তানের সেরা বোলার। সেই আমার আইকন। পাকিস্তানের হয়ে খেলার আগেই সে আমাদের মধ্যে এই স্বপ্ন দেখিয়েছে যে পাকিস্তানের হয়ে খেলতে হবে। হ্যাঁ, আমি উবাইদ ও নাসিম একসাথে খেলতে চাই। আমরা ক্রিকেটার, প্রত্যেক ক্রিকেটারই তার দেশের হয়ে খেলতে চায়। যদি পাকিস্তানের সাথে একসাথে খেলতে পারি, দারুণ রোমাঞ্চকর বিষয় হবে।’
নাসিম শুধু ক্রিকেটের অভিভাবকই নন, হুনাইনদের জীবনের সব সমস্যার সমাধানই নাকি আছে তার কাছে। হুনাইনের ভাষায়, ‘বড় ভাই একমাত্র মানুষ যে আপনার সব সমস্যা সমাধান করে দিবে। কারও বড় ভাই আছে মানে পৃথিবীতে তার অনেক কিছু আছে। সে আপনার যেকোনো সমস্যা সমাধান করে দিবে। আপনি কোনো সমস্যা নিয়ে কারও কাছে যান, সবার আগে আপনার বড় ভাই-ই সমাধান করে দিবে।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।