৫০ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে আফগানিস্তান

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-12-13T22:54:59+06:00
আপডেট হয়েছে - 2024-12-13T22:54:59+06:00
Zimbabwe vs Afghanistan
Harare Sports Club

Zimbabwe
103/10 (17.4)

Afghanistan
153/6 (20)
Afghanistan won by 50 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Darwish Rasooli (Afghanistan) |
হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচ হারের পর দুর্দান্ত জয়ে সিরিজ সমতা আনল সফরকারীরা। আগে ব্যাট করে দারউইশ রাসুলির ফিফটি ভর করে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাব ১০৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
হারারেতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ২৫ রান তোলেন রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। ইনিংস বড় করতে পারেননি কেউই। এরপর অল্পতেই ফেরেন জুবাইদ আকবরি। ফলে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
এরপর পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই ও দারউইশ রাসুলি। বিপর্যয় সামলে আফগানদের লড়াইয়ের ভীত গড়ে দেন তারা। ২৩ বলে দুই ছক্কায় ২৮ রান করে ফেরেন আজমত। এরপর নবী টিকতে না পারলেও একপ্রান্তে অবিচল ছিলেন রাসুলি। তাকে সঙ্গ দেন গুলবাদিন নাইব।
১৯তম ওভারে রিচার্ড এনগারাভাকে বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ বলে ফিফটি পূর্ণ করেন রাসুলি। তার ৪টি চারে ওই ওভারে আসে মোট ১৭ রান। শেষ ওভারে থামে রাসুলের ইনিংস। শেষ পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৩ রান। ৪২ বলে ছয় চার ও এক ছক্কায় ৫৮ রান করেন রাসুলি। ২১ বলে তিন চারের সাহায্যে ২৬ রান করে অপরাজিত ছিলেন নাইব।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা কেবল হারের ব্যবধান কমিয়েছে।
২৬ বলে ২ চার ও এক ছক্কায় করেন ২৭ রান। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে কিছুটা আশা দেখান রাজা। ১৭তম ওভারে জিম্বাবুয়ের অধিনায়ককে (৩০ বলে ৩৫) ফেরান নাভিন-উল-হক। নির্ধারিত ওভারের আগেই ১০৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
আফগানদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন নাভিন-উল-হক ও রশিদ খান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।