'অজানা কারণে' পিএসএলকে বিদায় বললেন হেলস

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-02-15T14:13:43+06:00
আপডেট হয়েছে - 2022-02-15T14:16:15+06:00
ইংলিশ তারকা অ্যালেক্স হেলস হুট করেই বিদায় বললেন পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)। কেন তিনি পিএসএল থেকে সরে দাঁড়ালেন তার কারণ খোলাসা করেননি। ফ্র্যাঞ্চাইজি অবশ্য জানিয়েছে, ব্যক্তিগত কারণে হেলসের এমন সিদ্ধান্ত।
[caption id="attachment_191959" align="aligncenter" width="750"]

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন অ্যালেক্স হেলস। ফাইল ছবি[/caption]
পিএসএলের সপ্তম আসরে হেলস খেলছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। ইসলামাবাদ এক বিবৃতিতে জানিয়েছে, 'হেলস ব্যক্তিগত কারণে চলে যাচ্ছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।'
পাকিস্তানের প্রখ্যাত সংবাদমাধ্যম জিও নিউজ দাবি করেছে, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন হেলস।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । প্রিমিয়ার লিগে (বিপিএল) অলিম্পিকের সুরক্ষানীতি অনুসরণ করে অনেকটাই শিথিল রাখা হয়েছে খেলোয়াড়দের চলাফেরা। কিন্তু পিএসএলে এখনও আশ্রয় নেওয়া হচ্ছে কঠোর নিয়মনীতির জৈব সুরক্ষা বলয়ের।
বিদায়ের আগে হেলস দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ২৫৫ রান করেছেন ৪২.৫০ গড়ে। দারুণ ফর্মে থাকা হেলসের বিদায় ইসলামাবাদের জন্য দুঃসংবাদ বটে। যদিও হেলসের বদলি হিসেবে নতুন কাউকে এখনও দলভুক্ত করা হয়নি।
[caption id="attachment_191961" align="aligncenter" width="768"]

বিদায়ের আগে আসরে দুটি অর্ধশতক হাঁকিয়েছেন অ্যালেক্স হেলস। ফাইল ছবি[/caption]
পিএসএলের দুইবারের শিরোপাজয়ী ইসলামাবাদ এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতেছে, পয়েন্ট টেবিলে দলটির অবস্থান তৃতীয়।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।