██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অজুহাত খুঁজতে নারাজ আরিফুল

অজুহাত খুঁজতে নারাজ আরিফুল

প্রকাশিত হয়েছে - 2020-04-06T12:57:24+06:00

আপডেট হয়েছে - 2020-04-06T12:57:24+06:00

বাংলাদেশ দলে একজন জুতসই মিডিয়াম পেস অলরাউন্ডারের চাহিদা দীর্ঘদিনের। যিনি একই সাথে সাত অথবা আটে নেমে হাত খুলে খেলতে পারেন, আবার অবদান রাখবেন পেস ইউনিটেও। সেই চাহিদা বিবেচনায় জাতীয় দলে সুযোগ পান আরিফুল হক। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি। ফলে জায়গা হারাতে হয় তাকে। তবে এজন্য অন্য কোনো অজুহাত খুঁজতে নারাজ ২৭ বছর বয়সী ক্রিকেটার।
ঘরোয়া লিগের পারফরম্যান্সের সাথে পাওয়ার হিটিংয়ের জন্য বেশ সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে ভাবা হচ্ছিল আরিফুলকে। ২০১৮ সালের গোড়ার দিকে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক। একই বছর পরেছেন ওয়ানডে ক্যাপ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে টেস্টেও অভিষেক হয় আরিফুলের।
টাইগার দলে তিন ফরম্যাটে প্রতিনিধিত্ব করলেও ২০১৮ সালের পর আর জায়গা হয়নি জাতীয় দলে। ওই সময়ে ৯টি টি-টোয়েন্টির সাথে ২টি টেস্ট ও ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে ব্যাটহাতে সর্বসাকুল্য করেছেন ১৪৭ রান আর বল হাতে নিয়েছেন ২টি উইকেট। আরিফুল নিজেও স্বীকার করছেন, বাজে পারফরম্যান্সের কারণেই জাতীয় দলের জায়গা হারাতে হয়েছে তাকে। এর জন্য অন্য কোনো অজুহাত খুঁজতে নারাজ আরিফুল,
‘এটা সত্য জাতীয় দলের সঙ্গে থাকলেও মাঠে পর্যাপ্ত সুযোগ আসেনি খেলার। কিন্তু তাই বলে আমি অজুহাত দেব না। আমি বলবো, হয়তো আমার পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়তে পারেনি। তাই তারা আমার কথা ভাবেনি।’
‘সত্যি কথা বলতে আমি এখন নিজের পাফরম্যান্স নিয়েই ভাবছি। কীভাবে উন্নতি করা যায়। আমি জানি, এমন পাফরম্যান্স করতে হবে যেন তারা আমাকে নিতে বাধ্য হয়। এটি ছাড়া কোনো উপায় নেই।’
- আরও বলেন তিনি। আবার জাতীয় দলের জার্সি ফিরে পেতে লড়ে যাচ্ছেন রংপুরের এই ক্রিকেটার। তবে বিশ্বজুড়ে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের প্রকোপে ঘরোয়া ক্রিকেট এখন স্থগিত। আরিফুলের বিশ্বাস, সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে। তিনিও মাঠে ফিরবেন দারুণ কিছু করার প্রত্যয় নিয়ে। আরিফুল বলেন,
‘ঢাকা লিগে সুযোগ ছিল পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করার। কিন্তু এখন দেশের যা পরিস্থিতি কবে মাঠে খোলা গড়ায় ঠিক নেই। তবে আশা ছাড়িনি। আল্লাহ্‌ চাইলে সব ঠিক হবে একদিন। আমরা মাঠে ফিরতে পারবো। বিশ্বাস করি ফিরতে পারলে নতুন করেই শুরু করবো।’
more

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.