অনুশীলনেই চোটের শিকার তিন ক্রিকেটার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-01-05T21:33:14+06:00
আপডেট হয়েছে - 2018-01-05T21:33:14+06:00
ত্রিদেশীয় সিরিজ শুরু ১৫ জানুয়ারি থেকে। এখনও বাকি এক সপ্তাহেরও বেশি সময়। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। আর এই ক্যাম্পে অনুশীলনের সময়ই চোটের শিকার হয়েছেন তিন ক্রিকেটার।

মূল লড়াই শুরুর আগেই আততায়ী চোটের এই হানা একটু হলেও দুশ্চিন্তা এনে দিয়েছে টাইগার শিবিরে। চোট পাওয়া তিন ক্রিকেটার হলেন- সাব্বির রহমান, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। যদিও এদের কারও চোটই গুরুতর নয় বলেই প্রত্যাশা করা হচ্ছে।
ব্যাটিংয়ের সময় আঙুলে বল লেগে রক্তপাত হয়েছিল সাব্বির রহমানের। আঘাত পেয়েছিলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকারও। প্রথম প্রস্তুতি ম্যাচের (৭ জানুয়ারি) একদিন আগে দলের তিন ব্যাটসম্যানের এমন চোট বাকীদের জন্য অস্বস্তিকরই।
তবে এই চোট গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন,
'ক্রিকেট খেলতে গেলে আঙুলে ব্যথা তো একটু লাগবেই। তবে এটা তেমন গুরুতর কিছু নয়। দুই-তিনজরের থাম্বে বল লেগেছে, আমার মনে হয় না মেজর কিছু এটা।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ইনজুরি গুরুতর নয়- এটি জানিয়েছেন চোট পাওয়া তিন ক্রিকেটারের একজন ইমরুলও। এমনকি শনিবারের প্রস্তুতি ম্যাচেও খেলার প্রত্যাশা এই বাঁহাতি ওপেনারের,
‘এটা গুরুতর কিছু না। আজকে হয়ত লেগেছে। আমার মনে হয় সবাই কাল (শনিবার) প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে।’
ইমরুল আর সৌম্যর চোট গুরুতর নয়- এটা নিশ্চিতই। তবে কিছু গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল- ইনজুরির কারণে পুরো ত্রিদেশীয় সিরিজই মিস করতে পারেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া সাব্বির। তবে সেই শঙ্কাও কেটে যাচ্ছে একটি গণমাধ্যমকে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর এই কথায়-
'সাব্বিরের ইঞ্জুরি সম্পর্কে এখনও আমি কিছু জানি না। গুরুতর কিছু হলে আমি জানতাম।'
নতুন বছরের প্রথম মিশনে নামার আগে খেলোয়াড়দের সুস্থ থাকাটা ভীষণ জরুরী। ইনজুরি সেই জরুরী ব্যাপারটিতে হানা দিতে পারে আততায়ীর মতো। তবে আপাতত স্বস্তি এই- গুরুতর নয় সাব্বির, ইমরুল কিংবা সৌম্য- কারও ইনজুরিই।
আরও পড়ুনঃ পন্টিংকে কোচ বানাল ডেয়ারডেভিলস