অবশেষে আশরাফুলকে স্বীকৃতি দিল ফেসবুক

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-08-06T17:53:49+06:00
আপডেট হয়েছে - 2020-08-06T20:28:43+06:00
বাংলাদেশ ক্রিকেটের উত্থানের দিকের একজন তারকা ক্রিকেটার ভাবা হয় মোহাম্মদ আশরাফুলকে। তবে অনেক তরুণ ক্রিকেটারের পরে স্বীকৃতি পেল এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ফেসবুক পেইজ। এই কাজে সহায়তা করার জন্য বিডিক্রিকটাইমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ যুগের ক্রিকেটাররা খুব সহজেই ভক্ত অনুসারীদের কাছে পৌঁছাতে পারেন এবং সেটা হলো সামাজিক যোগযোগমাধ্যমের সাহায্যে। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। বাংলাদেশ জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারেরই ফেসবুকে পেইজ আছে এবং সেখানে তাদের লাখ লাখ ভক্ত অনুসারী নিয়মিত তাদের অনুসরণ করছেন।




ক্রিকেটারদের এসব পেইজ ফেসবুক কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ফলে আসল ও নকলের মধ্যে পার্থক্য করতে কোনো সমস্যা হয় না। তবে আশরাফুলের নামে ফেসবুকে বেশ কয়েকটি পেইজ থাকলেও সেগুলো কোনোটাই স্বীকৃত ছিল না। বাংলাদেশ ক্রিকেটের প্রথম দিকের তারকা আশরাফুল নিষেধাজ্ঞায় পড়ে ছিটকে যাওয়ার ফলে এদিকে হয়তো আগে নজরও দেওয়া হয়নি। অবশেষে স্বীকৃতি পেয়েছে আশরাফুলের আসল পেইজটি।
স্বীকৃতি পাওয়ার পরে পেইজটি থেকে আশরাফুল জানিয়েছেন,
'মোহাম্মদ আশরাফুলের অফিসিয়াল পেইজ এখন ফেসবুক কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এখন থেকে অফিসিয়াল পেইজের সাথেই থাকুন এবং বাকি সব নকল পেইজ অনুসরণ করা থেকে বিরত থাকুন। এই ভেরিফিকেশনের কাজে সহায়তা করার জন্য বিডিক্রিকটাইমকে ধন্যবাদ জানাই।'





প্রসঙ্গত, এই ডানহাতি ব্যাটসম্যান ১৭৭টি ওয়ানডে ম্যাচে ৩৪৬৮ রান, ৬১টি টেস্ট ম্যাচে ২৭৩৭ রান এবং ২৩টি ওয়ানডে ম্যাচে করেছেন ৪৫০ রান। এছাড়া বল হাতে লেগ স্পিনে মোট ৪৮টি আন্তর্জাতিক উইকেট আছে আশরাফুলের নামের পাশে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।