আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-08-23T15:41:40+06:00
আপডেট হয়েছে - 2020-08-23T16:10:14+06:00
আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে হল অব ফেমে জায়গা দেওয়ার ঘোষণা এসেছে রবিবার (২৩ আগস্ট)।

আইসিসির হল অব ফেমকে খেলোয়াড়দের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি ও সম্মাননা হিসেবে ধরা হয়। আইসিসির শতবর্ষ উপলক্ষে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সহায়তায় হল অব ফেম খেতাবের প্রচলন হয়।




গত বছর হল অব ফেমে থাকার সৌভাগ্য হয়েছিল তিন ক্রিকেটারের-
ের শচীন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ক্যাথরিন ফিজপ্যাট্রিক। এবারো এই খেতাব পাবেন তিন জন ক্রিকেটার। তাদের মধ্যে সবার আগে জানা গেল ক্যালিসের নাম।
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন ক্যালিস। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ১০ হাজারেরও বেশি রান ও ২০০টিরও বেশি উইকেটের মালিক তিনি। টেস্টে ২৩ বার ম্যাচসেরার খেতাব জুড়ে গড়েছেন রেকর্ড। এছাড়া টেস্ট ও ওয়ানডেতে প্রোটিয়াদের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।





ক্যালিস ছাড়াও এ বছর হল অব ফেমে জায়গা পেয়েছেন
ের জহির আব্বাস ও অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেটার লিসা স্থালেকার।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।