ইমরুল জানালেন— প্রস্তুত আছেন তিনি!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-05-14T19:24:19+06:00
আপডেট হয়েছে - 2019-05-14T20:27:24+06:00
মূল স্কোয়াডে জায়গা হয় না, এরপর কারো ইনজুরিতে হুট করে ডাক পড়ে। এ-ই যেন ইমরুল কায়েসের নিয়তি। একবার জানিয়েছিলেন- দলের সাথে যোগ দিতে একটি ব্যাগ তার প্রস্তুতই থাকে। কখন জানি ডাক আসে!

দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যতোটুকু সমালোচনা হয়েছে তার বেশিরভাগই ইমরুল দলে নেই বলে। ফর্মে থাকা সত্ত্বেও এই ক্রিকেটারকে বিশ্বকাপ দলে বিবেচনা করেননি নির্বাচকরা। তবে কোনো ব্যাটসম্যানের অনাহূত চোট দেখা গেলে এই ইমরুলকেই সবার আগে ডাকা হবে- এটাও জানা কথা।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




আর তাই মঙ্গলবার (১৪ মে) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ইমরুল জানালেন, যদিও দলের জন্য ডাক আসে তাহলে তিনি প্রস্তুত আছেন। সেক্ষেত্রে যে পজিশনেই ব্যাট করতে হোক না কেন, মানিয়ে নেবেন এই বাঁহাতি ওপেনার।
ইমরুল বলেন,
‘না, আমার কোনো সমস্যা নেই। এশিয়া কাপে খেলেছিলাম হঠাৎ করে গিয়ে, এটা আমিও জানি সবাই জানে। এটা আসলে কঠিন ছিল। তার আগে আমি প্রায় ৬ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলিনি।’





‘যদি সুযোগ আসে যেকোনো কন্ডিশনে যে কোনো পরিস্থিতিতে খেলার জন্য টিম আমাকে মনে করে আমি প্রস্তুত। সমস্যা নেই।’
- বলেন ইমরুল।
তবে এই ব্যাপারটির সাথে ইমরুলের ‘সখ্যতা’ তো অনেকদিনের। যদিও দলে ডাক না পাওয়া কিংবা পরে হুট করে ডাক পেয়ে প্রত্যাশার চাপ বয়ে বেড়ানো ভালো কিছু নয়। কিন্তু ইমরুল কি সেই চাপ নিতে নিতে ইতিবাচক হয়ে গেলেন?
ইমরুলের জবাব,
‘যদি বলেন তা-ই, আসলে তা-ই। একটা জায়গায় কেউ যখন আসা-যাওয়ার মধ্যে থাকে তখন অনেক কিছু দেখা যায়, ওই জায়গা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। আমার ক্ষেত্রে হয়তো ওটাই।’
‘যখন দলের বাইরে থাকি অনেককিছু শিখি, অনেক কিছু উপলব্ধি করতে পারি। আবার যখন দলে যাই ওই জিনিসটা প্রয়োগ করতে পারি। তো মনে হয় যে, এটা আমার কাছে আর খারাপ লাগে না, ভালোই লাগে।’
ইমরুলের এই কথার মধ্যে লুকিয়ে আছে আক্ষেপ, লুকিয়ে আছে অভিমান। সমর্থকরা তা বুঝতে পারলেও ক্রিকেট কর্তারা কি পারেন?
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।