ইমরুল ভাইয়ের ব্যাটিং এক্সট্রাঅর্ডিনারি: রাব্বি

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-01-07T23:22:16+06:00
আপডেট হয়েছে - 2020-01-07T23:22:16+06:00
ডেভিড মালান অমন অতিমানবীয় ব্যাটিং ধরে না রাখলে ইমরুল কায়েসই এখন থাকতেন বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্তত বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানই শীর্ষে। বারবার দলের ত্রাতা হয়ে আবির্ভূত হচ্ছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ৬৭ রানের ঝলমলে অপরাজিত ইনিংস খেলে দলকে আবারো তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে।

রাজশাহী রয়্যালসের অভিজ্ঞতায় ভরপুর বোলিং লাইনআপের বিপক্ষে তিনটি চার আর চারটি ছক্কায় ৪১ বলে ৬৭ রানের ইনিংস গড়া চাট্টিখানি কথা নয়। ইমরুলকে সামলাতে যারা ব্যর্থ হয়েছেন, তাদের প্রতিনিধি হয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন রাজশাহী রয়্যালসের পেসার কামরুল ইসলাম রাব্বি।




সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ইমরুলের ব্যাটিংকে 'এক্সট্রাঅর্ডিনারি' বলে আখ্যায়িত করেছেন তিনি।
তিনি বলেন-





'চট্টগ্রামে বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এবার বিপিএলে বেশ ভালো পারফর্ম করছে। ইমরুল কায়েস ভাই ধারাবাহিকভাবেই পারফর্ম করছে। আমরা অবশ্যই তাকে ভালো বল করার চেষ্টা করেছি। কিন্তু তিনি এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছেন।'
অন্য সব ম্যাচের মত এই ম্যাচের আগেও ইমরুলদের দুর্বলতা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন রাব্বিরা। যদিও সফল হননি ইমরুলের ঐ ইনিংসের কারণেই।
তিনি বলেন,
'প্রত্যেক খেলোয়াড়ের ভিডিও দেখি, প্রত্যেকের দুর্বল জায়গা খুঁজে বের করি। এসব নিয়ে আলোচনা করে ওখানেই বল করার চেষ্টা করা হয়। কেউ একজন তো সফল হবেই, মাঝেমাঝে বোলার মাঝেমাঝে ব্যাটসম্যান। ইমরুল ভাই আজ সফল হয়েছে, খুব ভালো পারফর্ম করেছে। উইক পয়েন্ট সবারই থাকে। এমনও হতে পারে- ইমরুল ভাই সবচেয়ে ভালো শট খেলার বলেও আউট হতে পারে।'
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।