এইচপি’র হয়ে নতুন ট্রেনারের কাজ শুরু

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-07-08T21:28:11+06:00
আপডেট হয়েছে - 2018-07-08T21:42:09+06:00
বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে কাজ শুরু করেছেন নবনিযুক্ত ট্রেনার রিচার্ড স্টনিয়ার। ইংলিশ এই ক্রিকেট ব্যক্তিত্ব রোববার খুলনায় যোগ দেন এইচপি ক্যাম্পের খেলোয়াড়দের সঙ্গে।
[caption id="attachment_51962" align="aligncenter" width="700"]

রিচার্ড স্টনিয়ার। ছবি: টুইটার
[/caption]
এর আগে গত ৩ জুলাই
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ে পা রাখেন স্টনিয়ার। ৫ তারিখ খেলোয়াড়দের সাথে টুকটাক কাজও করেন। তবে ইংলিশ ট্রেনারের মূল কাজ শুরু হয়েছে রোববার থেকেই। মিরপুরের ট্রেনিং শেষে রোববার খুলনার উদ্দেশে যাত্রা করেন তিনি। আর এ প্রসঙ্গে নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
স্টনিয়ার এক টুইট বার্তায় বলেন,
‘
হাই পারফরম্যান্স দলের সাথে খুলনা যাচ্ছি। সেখানে পৌঁছে দলের সঙ্গে কাজ করব বলে মুখিয়ে আছি। আমার জন্য এবং খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।’
পাঁচ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ট্রেনার হিসেবে কাজ করে আসছেন স্টনিয়ার। ইতিপূর্বে তিনি কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ আসর
সুপার লিগ- পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে তার ঐ কাজ করার পরই মূলত ক্রিকেট অঙ্গনের নজরে আসেন তিনি। এর আগে কাজ করেছেন দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটেও। এরই ধারাবাহিকতায় তাকে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে নিয়োগ দেয় বিসিবি। গোছালো কাজ ও বন্ধুবৎসল আচরণের কারণে খ্যাতি রয়েছে তার। 'রিচার্ড স্টনিয়ার স্পোর্ট অ্যান্ড ফিটনেস প্রফেশনাল' নামে একটি অখ্যাত প্রতিষ্ঠান রয়েছেন এই অভিজ্ঞ ট্রেনারের।
[অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে-
-
ত্রিদেশীয় টি-২০ সিরিজের শিরোপা জিতেছে একবারের টি-২০ বিশ্বকাপজয়ী পাকিস্তান। রোববার হারারেতে সিরিজের ফাইনালে অজিদের ৬ উইকেটে হারায় সরফরাজ আহমেদের দল।হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ জড়ো করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান আসে ওপেনার ডি’আর্কি শর্টের ব্যাট থেকে। ৫৩ বলের মোকাবেলায় তার এই ইনিংসে ছিল সাতটি চার...
]