এইচপি দল ঘোষণা, আছেন ৩ লেগ স্পিনার

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-10-06T20:36:36+06:00
আপডেট হয়েছে - 2020-10-27T02:16:35+06:00
বাংলাদেশ ক্রিকেটের কার্যক্রম আবারো পুরোদমে শুরু হয়ে গিয়েছে। হাইপারফরম্যান্স দলের ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানোর পরে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের অনুশীলন ক্যাম্প শুরু হবে বুধবারে (৭ অক্টোবর)।

এইচপি দলের জন্য ২৫ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হবে তাদের স্কিল ও ফিটনেস প্রশিক্ষণ। অপরদিকে, আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে ঘরোয়া ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য যারা স্কোয়াডে নির্বাচিত হয়েছেন তারা ৯ অক্টোবর পর্যন্ত এইচপির ক্যাম্পে থাকবেন।
এবারের এইচপি দলের অনূর্ধ্ব ১৯ দল থেকে বের হয়ে আসা ক্রিকেটারদের আধিপত্য দেখা যাচ্ছে।
জয় করে আসা এই ক্রিকেটারদের নিয়ে আগামী দিনের স্বপ্ন বুনছে বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলটির ১২ জন সদস্য আছেন নতুন ঘোষিত এইচপির স্কোয়াডে।
এই স্কোয়াডে দুইজন উইকেটরক্ষক এবং সাত জন ব্যাটসম্যান আছেন। যাদের মধ্যে দুইজন ক্রিকেটার নাঈম শেখ ও
ধ্রুব ইতোমধ্যে জাতীয় দলের সদস্য।
এই খেলোয়াড়দের দলে নেওয়ার আগে ৫ অক্টোবর তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছিল এবং সকলের পরীক্ষার ফলাফলই নেগেটিভ এসেছে। স্কোয়াডে স্পিনারও আছেন সাতজন। যাদের মধ্যে তিন জন লেগ স্পিনার ও দুইজন,
ও শেখ মেহেদী হাসান, জাতীয় দলে অভিষিক্ত ক্রিকেটার।
এছাড়া দলের পেস বোলার আছেন ৯ জন। তাদের মধ্যে কেউই জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন নয়। তবে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দলের চার জন পেসার আছেন।
বাংলাদেশ এইচপি দল : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আকবর আলি, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুণ, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।