এবারও বিজয় দিবস ক্রিকেট

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-12-15T21:40:16+06:00
আপডেট হয়েছে - 2018-12-15T21:40:16+06:00
বরাবরের মত এবারও বিজয় দিবস উপলক্ষে মাঠে গড়াবে প্রীতি ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটার শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল বীর বিক্রম এবং শহীদ মুশতাক আহমেদের নামে মাঠে নামবে ম্যাচের দুটি দল।
[caption id="attachment_35711" align="aligncenter" width="640"]

বরাবরের মত এবারও মাঠে গড়াবে বিজয় দিবস ক্রিকেট। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (১৬ ডিসেম্বর) ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে দশটায়। ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
ম্যাচকে সামনে রেখে শনিবার দুই দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে
ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুটি দলই সাজানো হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে। এছাড়াও শহীদ জুয়েল একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দীপু রায় চৌধুরী এবং শহীদ মুশতাক একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহেদুল গনি। পাশাপাশি শহীদ জুয়েল একাদশের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আজহার হোসেন শান্ত, অন্যদিকে শহীদ মুশতাক একাদশের ম্যানেজার হিসেবে থাকবেন
।
প্রসঙ্গত, শহীদদের প্রতি শ্রদ্ধা-স্মরণে এবং বিজয় দিবস উদযাপনের অভিপ্রায়ে প্রতি বছরের ১৬ ডিসেম্বর আয়োজিত হয় বিজয় দিবস ক্রিকেট। এই দিনে স্বাধীনতা যুদ্ধে জীবন দান করা দুই বাংলাদেশি ক্রিকেটার শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল বীর বিক্রম এবং শহীদ মুশতাক আহমেদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয়।
একনজরে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ-
শহীদ জুয়েল একাদশ
খেলোয়াড়: হাবিবুল বাশার, হান্নান সরকার, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলী, এনামুল হক মনি, এহসানুল হক সিজান, মোহাম্মদ সেলিম, নাসির আহমেদ নাসু, মঞ্জুরুল ইসলাম, সজল চৌধুরী।
ম্যানেজার:
আজহার হোসেন শান্ত
কোচ:
দীপু রায়চৌধুরী
শহীদ মুশতাক একাদশ:
খেলোয়াড়: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন, মুশফিকুর রহমান, মোহাম্মদ রফিক, হাসানুজ্জামান ঝরু, জাভেদ ওমর বেলিম, আনোয়ার হোসেন মনির, খালেদ মাসুদ পাইলট, মোরশেদ আলী খান, শফিউদ্দিন বাবু, মিজানুর রহমান বাবলু, ফয়সাল হোসেন ডিকেন্স।
ম্যানেজার:
রকিবুল হাসান
কোচ:
ওয়াহেদুল গনি