এবি-হেলসের জন্য ২২০ রানও যথেষ্ট না!

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-01-28T22:59:45+06:00
আপডেট হয়েছে - 2019-01-29T11:15:14+06:00
বিপিএলে হাই ভোল্টেজ ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন এবি ডি ভিলিয়ার্স এবং ৫৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অ্যালেক্স হেলস। ডি ভিলিয়ার্স ও হেলস যেভাবে ব্যাটিং করেছেন তাতেও ২২০ রানের টার্গেটও যথেষ্ট ছিল না জানিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম কয়েক ম্যাচে তো ফিফটিরই দেখা পাননি সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বিপিএলে নিজের চতুর্থ ম্যাচে ফিফটি করেই থামেননি প্রথমবারের মত বিপিএল খেলতে এসে হাঁকালেন সেঞ্চুরি। তার করা অপরাজিত ৫০ বলে ১০০ রানে জয়ের দেখা পেয়েছে রংপুর রাইডার্স। শুধু ডি ভিলিয়ার্সই নয় তার পাশাপাশি ব্যাট হাতে বাজিমাত করেছেন হেলসও।
আগের ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে সেঞ্চুরি করা হেলস এই ম্যাচেও করেছেন ৮৫ রান। ভিলিয়ার্স ও হেলস যেভাবে ব্যাটিং করেছেন তাতে ঢাকা ডাইনামাইটসের ছুড়ে দেওয়া ১৮৭ রানের লক্ষ্য কঠিন কিছুই না রংপুর জন্য। ম্যাচ শেষে ডাইনামাইটস অধিনায়ক সাকিব যেন সেটিই বললেন। তবে নিজেদের রান আরও বেশি করা উচিত ছিল বলে জানিয়েছেন তিনি।
“প্রথম ১০ ওভার আমরা যেভাবে খেলেছিলাম একটা সময় মনে হয়েছিল দলীয় স্কোর ২০০-২২০ হবে কিন্তু যেভাবে এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস ব্যাটিং করেছে তাতে মনে হয়েছে ২২০ রানও যথেষ্ট নয়। এই ধরণের বড় ম্যাচে আমাদের টপ অর্ডাররা ভালো করতে ব্যর্থ হচ্ছে। আমরা আশা করেছিলাম টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে ৭০-৮০ রানের ইনিংস।”
তবে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ নিয়ে পড়ে থাকতে চান না ঢাকা ডাইনামটস অধিনায়ক সাকিব। এছাড়াও বোলিং নিয়ে দুশ্চিন্তা করছেন না তিনি। সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে চান তিনি।
“এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি রয়েছে আমাদের এবং আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই ম্যাচ বাদে আমি আমাদের বোলিং নিয়ে কোন ধরণের চিন্তা করছি না। পুরো টুর্নামেন্টেই বোলাররা ভালো করেছে। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে।”
আরও পড়ুনঃ ম্যাচ শেষ করে আসা পছন্দ করিঃ ভিলিয়ার্স