এমসিসির আজীবন সদস্যপদ পেলেন আমলা, হেরাথসহ '১৮' জন

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-10-20T14:03:34+06:00
আপডেট হয়েছে - 2021-10-20T14:03:34+06:00
এ বছর মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যপদ পেয়েছেন ১৮ জন। এই ১৮ জনের মধ্যে আছেন সাবেক শ্রীলঙ্কান স্পিনার এবং বাংলাদেশের বর্তমান স্পিন কোচ রঙ্গনা হেরাথও।
[caption id="attachment_176763" align="aligncenter" width="740"]

নতুন করে ১৮ জনকে সদস্যপদ দিয়েছে এমসিসি। ফাইল ছবি[/caption]
১৮ জনকে বাছাই করা হয়েছে টেস্ট খেলুড়ে দেশ থেকে। হেরাথ ছাড়াও তালিকায় আছেন
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের অ্যালিস্টার কুক, মার্কাস ট্রেসকোথিক এবং ইয়ান বেল। তাছাড়া নারী ক্রিকেটে ইতিহাসের সেরাদের একজন সারাহ টেলরও স্থান পেয়েছেন তালিকাতে।
থেকে হাশিম আমলা, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস এবং মরনে মরকেল পেয়েছেন আজীবন সদস্যপদ।
টেস্ট ক্রিকেটে বরাবরই দুর্দান্ত ছিলেন হেরাথ। ক্যারিয়ারে হেরাথে উইকেট সংখ্যা ৪৩৩, যার ফলে তিনি জায়গা পেয়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা ১০ উইকেট শিকারীর তালিকায়।
থেকে সদস্যপদ পেয়েছেন মাত্র ২ জন। ডেমিয়েন মার্টিনের পাশাপাশি তালিকায় আছেন নারী ক্রিকেটার অ্যালেক্স ব্ল্যাকওয়েল। মার্টিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে রান প্রায় ১০ হাজার, অন্যদিকে তিন ফরম্যাটে দেশের হয়ে ২৫০ এর চেয়েও বেশি ম্যাচ খেলেছেন ব্ল্যাকওয়েল।
[caption id="attachment_176764" align="aligncenter" width="780"]

বাংলাদেশের বর্তমান স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ফাইল ছবি[/caption]
ীয়দের মধ্যেও ২ জন স্থান পেয়েছেন তালিকায়। তারা হলেন হরভজন সিং এবং জাগাভাল শ্রীনাথ। ১০৩টি টেস্ট ম্যাচ খেলে ৪১৭টি উইকেট নিয়েছেন হরভজন, যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। অন্যদিকে পেসার শ্রীনাথ ওয়ানডেতে নিয়েছেন ৩১৫টি উইকেট, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ের তিনজন পেয়েছেন সম্মাননা। ইয়ান বিশপ, শিবনারায়ন চন্দরপল এবং রামনরেশ সারওয়ানকে দেওয়া হয়েছে এমসিসির সদস্যপদ। তাছাড়া
এবং জিম্বাবুয়ে থেকে একজন করে সম্মাননা পেয়েছেন। নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার সারা ম্যাকগ্ল্যাশন এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার গ্রান্ট ফ্লাওয়ার পেয়েছেন এই সদস্যপদ।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।