ওয়ানডেতে আরিফুলের অভিষেক

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-10-26T16:10:46+06:00
আপডেট হয়েছে - 2018-10-26T17:17:44+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হকের। বাংলাদেশের ১৩০ তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তাঁর। এর আগে ছয়টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি।
[caption id="attachment_60256" align="aligncenter" width="918"]

[/caption]
স্কোয়াডে থাকলেও প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন আরিফুল হক। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচ পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচে। হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে নির্ভার বাংলাদেশ। একাদশে এনেছে তিন পরিবর্তন। মেহেদি হাসান মিরাজ, ফজলে রাব্বি এবং মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ঢুকেছেন আরিফুল হক, সৌম্য সরকার এবং আবু হায়দার রনি।
[caption id="attachment_60258" align="aligncenter" width="640"]

আরিফুলকে ক্যাপ পরিয়ে দেন আকরাম খান। ©বিডিক্রিকটাইম
[/caption]
ম্যাচের আগে অভিষিক্ত আরিফুল হকের মাথায় ক্যাপ তুলে দেন আকরাম খান। ওয়ানডে অভিষেকের আগে ৮৪ লিস্ট এ ম্যাচে আরিফুল হক ২৫.৮৪ গড়ে রান করেছেন ১৬৫৪। ৫ টি শতক ও ২ টি অর্ধশতক রয়েছে তার। ঝুলিতে রয়েছে ৫৪ উইকেট।
এ সিরিজে এর আগে অভিষেক হয়েছিল ফজলে রাব্বির। নিজের প্রথম দুই ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি এ বাঁহাতি ব্যাটসম্যান।
আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও রয়েছেন আরিফুল হক। টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর এখন টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন আরিফুল হক।
এর আগে প্রথম ওয়ানডেতে ইমরুল কায়েসের ১৪০ বলে ১৪৪ রানের ইনিংসের সুবাদে ২৮ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে
ের বোলিং নৈপুণ্যের পর দুই ওপেনার
এবং ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে সাত উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।
লিটন দাস, ইমরুল কায়েস,
মোহাম্মদ মিঠুন,
(উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার রনি।