কায়েস এখন আত্মবিশ্বাসী

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-12-21T16:02:26+06:00
আপডেট হয়েছে - 2019-12-21T16:13:16+06:00
ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস। নিজের ব্যাটিং উপভোগ করছেন চট্টগ্রামের অভিজ্ঞ এ ক্রিকেটার। আগের থেকে এখন আরও আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিজেকে, বললেন ইমরুল কায়েস।

সিরিজে রান না পাওয়াতে সমলোচনার মুখে পড়তে হয়েছিল জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার কায়েস। অন্তত ভারতের মতো সিরিজে আউটের ধরন নিয়ে বেশি সমলোচিত হয়ে হয়েছে কায়েসকে। সে সিরিজে যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন সেটি স্পষ্ট ছিল। তবে বিপিএল টি-টোয়েন্টিতে নিজেকে আবারো খুঁজে পেয়েছেন কায়েস।
চট্টগ্রামের উইকেটে ধারাবাহিক রান করছেন এ অভিজ্ঞ ক্রিকেটার। এমনকি উঠে এসেছেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। নিজের এ আত্মবিশ্বাস ধরে রাখতে চান কায়েস।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।“এই ধরণের উইকেটে ব্যাটিং খুব ভালো উপভোগ করা যায়। সাধারণত ঘরোয়া ক্রিকেটে এই ধরণের উইকেট পাই না আমরা। এই আসরে উইকেটগুলো ভালো হচ্ছে। এইজন্য ব্যাটসম্যানরা যখন সেট হচ্ছে, স্কোর বড় করতে পারছে। আমারও শুরুটা ভালো হচ্ছে, চেষ্টা করছি আত্মবিশ্বাসটা ধরে রাখার এবং ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার।”
আগামী মাসে ভারত সফর রয়েছে শ্রীলঙ্কার। যার কারণে শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাচ্ছে না চট্টগ্রাম। তাই তো উড়িয়ে আনা হয়েছে লিয়াম প্লাঙ্কেটকে। সেই সাথে সুপার ফোরে যেতে পারলে দলের সঙ্গে যোগ দিবেন ক্রিস গেইল। তারা আসলে দলে তাদের নিয়ে ভিন্ন পরিকল্পনার কথা বললেন কায়েস। সেই সাথে কম্বিনেশনে বেশি পরিবর্তনের সুযোগ দেখছেন না কায়েস।
“অনেক শ্রীলঙ্কার ক্রিকেটাররা দেশে ফিরবে। গেইল যখন আসবে তখন তাকে নিয়ে পরিকল্পনা করবো। প্লাঙ্কেট এসেছে, ভালো একটা অলরাউন্ডার পেয়েছি। এখন দলের কম্বিনেশনও ভালো হবে। লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলার। এক কম্বিনেশনে যখন দল ভালো খেলে তখন কিন্তু সবারই আত্মবিশ্বাস থাকে। প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে বিশ্বাস তৈরি হয়। যখন পরিবর্তন হয়, তখন সেটি নষ্ট হয়ে যায়। আমার মনে হয় একটা সেটআপে খেলাটাই ভালো, হয়ত দুই-একটা পরিবর্তন আসবে।”
বিপিএলে ৬ ম্যাচে ৪৫ গড়ে করেছেন ২২৫ রান। রয়েছে দুইটি ফিফটিও। এবারের বিপিএলে স্ট্রাইক রেটও বেশ ভালো ইমরুলের।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।