ক্যারিয়ার ধ্বংস করার জন্যই এ মামলা!

Rasheduzzaman Rakibক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-08-27T10:26:44+06:00
আপডেট হয়েছে - 2018-08-27T10:26:44+06:00
আজ (২৭ আগস্ট) শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপের ক্যাম্প। কিন্তু এর পূর্বেই নেতিবাচক বিষয়ে আলোচনায় জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। সহধর্মিনী সামিয়া শারমিনের করা নারী নির্যাতনের মামলায় ভেঙে পড়েছেন এই ক্রিকেটার। দাবি করেছেন, তাঁর ক্যারিয়ার শেষ করার জন্যই পরিকল্পিতভাবে এমন মামলা করা হয়েছে।

২৩ ছুঁই ছুঁই মোসাদ্দেক আজ থেকে প্রায় ৬ বছর আগে ২০১২ সালের ২৮ অক্টোবর তার আপন খালাত বোন সামিয়া শারমিন সামিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সদস্য থাকাকালীন বিয়ে হয় মোসাদ্দেকের। প্রেমের সম্পর্ক থেকে বিবাহ হলেও এরপর ধীরে ধীরে মোসাদ্দেকের বিপক্ষে নানান অভিযোগ করেন শারমিন সামিয়া।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে অভিযোগও করেছিলেন শারমিন। উইন্ডিজ সফর শেষে মোসাদ্দেক দেশে ফিরলে আপোষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুজন। কিন্তু তা আর হয় নি। যার ফলে মামলা করতে বাধ্য হয়েছেন সামিয়া শারমিন।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
তবে এসব কিছু মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন মোসাদ্দেক। ডিভোর্স লেটার পাঠানোর জন্যই এমন মামলা করা হয়েছে বলে দাবি করেছেন এই ডানহাতি ক্রিকেটার। তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। আমার সুনাম নষ্ট করার অপচেষ্টা। পাশাপাশি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই সাজানো মামলা করা হয়েছে।’
এদিকে এশিয়া কাপের ক্যাম্পের আগের দিনে এমন আলোচনায় ভেঙে পড়েছেন এই উদীয়মান ক্রিকেটার,
'সামনে এশিয়া কাপের ক্যাম্প।
আমার জন্য বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক।'
সবকিছু ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে চান মোসাদ্দেক। দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার, 'আমি জাতীয় দলের ক্রিকেটার। আমার প্রথম ও প্রধান কাজ হচ্ছে খেলাতেই নিজের ফোকাস রাখা। অর্থাৎ, আগে খেলা তারপর অন্যকিছু। আমি আপাতত ক্রিকেট নিয়েই ভাবতে চাই। দেশবাসীর দোয়া চাই। '