ক্রিকেট অঙ্গনের যারা এবার জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-11-25T22:13:26+06:00
আপডেট হয়েছে - 2018-11-25T22:18:03+06:00
আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১১তম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থিতা প্রায় চুড়ান্ত করেছে বড় দলগুলো। বিগত নির্বাচনের মত এবারের নির্বাচনেও অংশ নিচ্ছেন ক্রিকেট অঙ্গনের পরিচিত কয়েকজন ব্যক্তিত্ব।

এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেওয়া হবে
দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। আর গত আসরের মত এবারও নির্বাচন করবেন আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল এবং এসিসি ও বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া নির্বাচনে অংশ নেবেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, বোর্ডের সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।
এর মধ্যে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তজা প্রার্থিতা করবেন তার নিজ জেলা নড়াইলে, নড়াইল-২ আসন থেকে। ক্রিকেট অঙ্গন থেকে যারা এবার জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তার মধ্যে মাশরাফির নামটিই সবচেয়ে বেশি আলোচিত। লোটাস কামাল হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রার্থিতা করবেন তার বর্তমান আসন কুমিল্লা-১০ এ। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে এবং এসিসি ও বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন দাঁড়াবেন তার প্রয়াত পিতা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আসন কিশোরগঞ্জ-৬ এ, যেখানে ২০০৯ এর উপনির্বাচন ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী) জয়লাভ করেছিলেন তিনি।
এছাড়াও বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসন থেকে, বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসন থেকে এবং বর্তমান বোর্ড পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে প্রার্থিতা করবেন।
প্রসঙ্গত, দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত এই ছয় ব্যক্তিত্বের সবাই নির্বাচনে দাঁড়াচ্ছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে।
আরও পড়ুন: বিপিএলের সময় দেশজুড়ে চলবে স্পিনার হান্ট