ক্ষমা চাইলেন নাঈমের সেই ‘অতিউৎসাহী’ ভক্ত

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-04-18T22:31:15+06:00
আপডেট হয়েছে - 2019-04-18T22:47:14+06:00
তরুণ ক্রিকেটার নাঈম হাসান ক’দিন আগে পড়েছিলেন উটকো এক ঝামেলায়। তার নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে বিতর্কিত এক পোস্ট দেওয়া হয় সেই পেইজ থেকে। এতে শুরু হয় আলোচনা-সমালোচনা।
[caption id="attachment_78090" align="aligncenter" width="700"]

তরুণ ক্রিকেটার নাঈম হাসান। ফাইল ছবি: বিডিক্রিকটাইম
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
ক্রিকেটারদের নামে তাদের অতিউৎসাহী ভক্তরা ফেসবুক ফ্যানপেজ খুলে থাকেন অহরহ। অফিসিয়াল নয় এমন পেইজও ঘুরে বেড়ায় ফেসবুক ব্যবহারকারীদের হোমপেজে। অনেক সময় অনুধাবন করা কঠিন হয়ে যায় কোনটি ক্রিকেটারদের আসল পেইজ, কোনটি নয়।





ফলে ‘ফেইক’ বা ভুয়া পেইজ থেকে দেওয়া অনেক পোস্ট সত্যি বলে ধরে নেন সমর্থকরা। এই ঘটনাটিই বাঁধিয়েছিল বিপত্তি।
ইংরেজিতে 'নাঈম হাসান' নামের একটি ফেসবুক পেইজ থেকে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে উপহাস করে একটি পোস্ট দেয়া হয় সম্প্রতি। তারপর থেকেই ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়েন তরুণ ক্রিকেটার নাঈম। কিন্তু সেটি একটি নকল পেইজ বলে ভিডিও বার্তায় জানান তিনি নিজেই। জানিয়েছিলেন, এমন বিড়ম্বনার সম্মুখীন হওয়ায় নেবেন আইনের আশ্রয়।
তবে সেই বিতর্কের হোতা যে ভক্ত, তিনি এবার আত্মপ্রকাশ করেছেন। ডিসি কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় নাঈম সেই অতিউৎসাহী ভক্তের খোঁজ পান। এরপর নাইমের অফিসিয়াল পেইজ থেকে সরাসরি প্রচারিত ভিডিও বার্তায় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান ঐ ভক্ত।





আলম হোসেন নামের ঐ ভক্ত বলেন-
‘আমি নাঈম হাসানের একজন ভক্ত। এটি (তিনি যে পেইজ খুলেছিলেন) নাঈম ভাইয়ের অফিসিয়াল পেইজ নয়, আমি বিনা অনুমতিতে খুলেছিলাম। পেইজে কয়দিন আগে নেইমারকে নিয়ে পোস্ট শেয়ার করেছিলাম। এতে নাঈম ভাই কোনোভাবেই দায়ী নন। সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
ভিডিও সংযুক্ত করা পোস্টে নাইম হাসানের অফিসিয়াল পেইজে তরুণ এই ক্রিকেটারের পক্ষ থেকে লেখা হয়,
‘যে ব্যক্তি আমার নামে ফেইক ফেইসবুক পেইজ খুলে অপপ্রচার চালিয়ে আমার সম্মানহানী করার চেষ্টা করেছিল আমি আমার কথা মত তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।'
'সে লাইভে এসে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আশা করি যারা এতদিন আমাকে তার কৃত আপরাধের জন্য ভুল বুঝে এসেছিলেন তাদের ভুল ভেঙেছে। ডি.সি. কাউন্টার টেররিজম ইউনিট-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
[প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।]