██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

গিবসের অভিযোগ মানতে নারাজ ফ্লেচার

গিবসের অভিযোগ মানতে নারাজ ফ্লেচার

প্রকাশিত হয়েছে - 2020-01-07T18:30:30+06:00

আপডেট হয়েছে - 2020-01-07T18:30:30+06:00

এবারের বিপিএলে সিলেট থান্ডারের হেড কোচ হিসেবে এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস। দলের ব্যর্থতার জন্য গুরুতর এক অভিযোগ এনেছিলেন তিনি। তবে গিবসের করা এমন মন্তব্য মানতে নারাজ দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক আন্দ্রে ফ্লেচার।
চলমান ঢাকা পর্বের আগে ঘরের মাঠ সিলেট গিয়ে গণ্যমাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমত বোমা ফাটিয়েছিলেন গিবস। জানিয়েছিলেন,
দলের অনেক ক্রিকেটারই ইংরেজি বোঝেন না! যার কারণে প্রভাব পড়ছে বাইশ গজে। সাফল্য পাচ্ছে না দল।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
সে সময় গিবস জানান, ‘বিপিএলের মান খুব ভালো। ভালোমানের বিদেশি তারকারা খেলছে, কোচ এসেছে। তবে আপনাকে সেটা সামনে টেনে নেওয়ার কাজটা ঠিকঠাক করতে হবে। উদাহরণ হিসেবে আমার কথাই বলি, দলের অনেকেই ইংরেজি বোঝে না। আমি তাদের যেটা বলি সেটা তারা নিতে পারছেনা, প্রয়োগও হচ্ছেনা। এটা হতাশার, তাদের মাঠের পরিস্থিতি বুঝে খেলার সক্ষম হতে হবে।’ তবে হেড কোচের এমন মন্তব্যের সঙ্গে একমত নন সিলেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লেচার। চলতি বিপিএলে ১২ ম্যাচে মোটে ১টি জয়ের স্বাদ পেয়েছে দলটি। আজও হেরেছে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় ফ্লেচার এমন মন্তব্য করেন।
যেখানে ক্যারিবিয়ান এ ব্যাটসম্যান বলেন,
‘আমি কোচ নই। এখানকার সবার সাথে আমার বোঝাপড়াটা দারুণ। কোচের কাছ থেকে এমন মন্তব্য আসাটা একটু বিস্ময়কর ছিল।’
‘ক্রিকেটার হিসেবে আমাদেরকেই আমাদের ব্যর্থতার দায় নিতে হবে। আমরা কাউকে দায় দিতে পারি না। বাংলাদেশের কোচ ইংরেজিতে কথা বলেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল ক্রিকেটার ইংরেজি বোঝে। তাই গিবসের এমন মন্তব্যের কোন মানে খুজে পাচ্ছি না।’
সাথে যোগ করেন তিনি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.