জটিলতা কাটিয়ে দেশে ফিরেছেন সাইফ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-11-28T00:11:26+06:00
আপডেট হয়েছে - 2019-11-28T00:13:19+06:00
অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে দেশে ফিরেছেন সাইফ হাসান। টেস্ট দলে ডাক পাওয়া এই ক্রিকেটার ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটকা পড়েছিলেন।

গত জুনে বিসিবি একাদশের হয়ে খেলতে ভারতে যাওয়ার আগে ভিসা করা হয়। তার সে ভিসার মেয়াদ ছিল ৬ মাস। এই মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত, যেদিন
ইডেন টেস্ট হেরে যায়। পরে সাইফ দেশে ফেরার জন্য রওয়ানা হলে বিমানবন্দর থেকে ফের ফিরতে হয় হোটেলে।





তবে তবে জটিলতা কাটিয়ে বুধবার (২৭ নভেম্বর) রাতে দেশে ফিরেছেন সাইফ। তার সাথে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন আরও ৪ ক্রিকেটার। তারা হলেন-
,
, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ মিঠুন।
তবে ব্যক্তিগত কাজে এখনো কলকাতায় রয়েছেন
ও ইমরুল কায়েস।





২৪ নভেম্বর ইডেন টেস্ট শেষ হওয়ার পরপরই দেশে ফিরেন মাহমুদউল্লাহ রিয়াদ,
, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। ২৫ নভেম্বর দেশে ফিরে আসেন
চৌধুরী রাহী,
ও
। তাদের সাথেই আসার কথা ছিল সাইফের।
তবে তাকে বিমানবন্দর থেকে হতাশ হয়ে ফিরে যেতে হয়। দেশের ফ্লাইট ধরতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে গিয়েছিলেন সাইফ। সেখানে জানানো হয়- তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই তিনি আন্তর্জাতিক ফ্লাইটে চড়তে পারবেন না। বাধ্য হয়ে তাই সাইফকে বাংলাদেশ বিমানের বোর্ডিং থেকে ফিরে যেতে হয়েছিল হোটেলে।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।